চমক টেরাকোটায়, বালুরঘাটের অরবিন্দ সংঘের পুজোয় শিল্পরূপের মেলবন্ধন

0
44

বালুরঘাট, ২৪ অগস্ট ─ এ বার টেরাকোটার শিল্পকর্মে সেজে উঠবে বালুরঘাটের অন্যতম জনপ্রিয় পুজো অরবিন্দ সংঘের পুজো মণ্ডপ। রবিবার দুপুরে খুঁটি পুজোর মধ্য দিয়ে আনুষ্ঠানিক সূচনা হল ৫৫তম বর্ষের উৎসবের। শহরের ৮ নম্বর ওয়ার্ডের মঙ্গলপুর এলাকায় অবস্থিত এই ক্লাব প্রতিবছরই অভিনব থিমে নজর কাড়ে। এ বারও তার ব্যতিক্রম হচ্ছে না।

পুজো কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, প্রতিমায় থাকবে সাবেকিয়ানা, তবে মণ্ডপজুড়ে দর্শনার্থীদের চোখ আটকে দেবে সূক্ষ্ম টেরাকোটার কাজ। নিপুণ শিল্পীর হাতে গড়া কারুকার্যে ঐতিহ্যের ছোঁয়া মাখবে এই আয়োজন। ক্লাব সম্পাদক রাজীব মহন্ত বলেন, “শিল্পের সঙ্গে সামাজিক দায়বদ্ধতাকেও আমরা গুরুত্ব দিচ্ছি। পুজোর কয়েকটি দিনে বস্ত্রদান কর্মসূচি হবে, পাশাপাশি বিভিন্ন সামাজিক উদ্যোগেও অংশ নেব আমরা।”

শিল্প-সংস্কৃতির আবহও যে সমান জোরে বজায় থাকবে, তাও জানালেন সম্পাদক। বহিরাগত শিল্পীদের অংশগ্রহণে সঙ্গীত, নৃত্যসহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান হবে পুজো প্রাঙ্গণে। সব মিলিয়ে শিল্প, ঐতিহ্য আর সামাজিক দায়বদ্ধতার এক অনন্য মেলবন্ধনের সাক্ষী হতে চলেছে বালুরঘাটবাসী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here