কোচবিহার:- কোচবিহার সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী মৃত্যুর ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করল মৃত ছাত্রীর পরিবার । মেয়ের মৃত্যু সময় নিয়ে আশঙ্কা প্রকাশ করার পাশাপাশি এই ঘটনায় কলেজেরই এক প্রাক্তন ছাত্রর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছে মৃত ছাত্রীর বাবা তাপস কুমার ঘোষ । জানিয়ে চাঞ্চল্য ছড়িয়েছে।
উল্লেখ্য বৃহস্পতিবার রাতে কোচবিহার সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের তৃতীয় বর্ষের ছাত্রী অন্বেষা ঘোষের ঝুলন্ত দেহ উদ্ধার হয় কলেজ চত্বরে থাকা তার হোস্টেলের ঘর থেকেই। ঘটনার পরেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকাজুড়ে। তার বাড়ি পূর্ব বর্ধমান জেলার দুর্গাপুর বিধান নগর এলাকায় । ঘটনার খবর পেয়ে গতকাল রাত ১১ টা নাগাদ মৃত ছাত্রীর বাবা তাপস কুমার ঘোষ সহ পরিবারের সদস্যরা কোচবিহারে এসে পৌঁছায়। এরপরেই তারা প্রথমে কলেজ এ যান আজ তারা গোটা বিষয় নিয়ে কোচবিহার কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন । কলেজেরই এক প্রাক্তন ছাত্র আনিসুল গণি নামে থানায় অভিযোগ দায়ের করে পরিবার।
মৃত ছাত্রীর বাবা তাপস কুমার ঘোষ বলেন, ঘটনার রাতে ২:৩০ নাগাদ আমাদের বিষয়টি জানানো হয় । তবে গতকাল রাতে কোচবিহারে আসার পর জানতে পারি ১ টা ২০ নাগাদ তাকে ঝুলন্ত অবস্থায় তার ঘর থেকে উদ্ধার করেছে । তবে সে তার এক সহপাঠীর ঘর থেকে বেরিয়ে বাথরুম থেকে একটা পাঁচ মিনিট নাগাদ তার ঘরের গিয়েছিল। ১৫ মিনিটের মধ্যে সে এই ঘটনা কিভাবে ঘটাতে পারে তা নিয়ে একটা প্রশ্ন রয়েছে। এছাড়াও ঘটনার দিনও কলেজেরই প্রাক্তন ছাত্র তার সঙ্গে সে দেখা করেছে বলেও আমরা জানতে পেরেছি । এই ঘটনার স্বাভাবিক নয় সেটা আমাদের বিশ্বাস । এই ঘটনার উপযুক্ত তদন্ত করা হোক