কোচবিহার:- কোচবিহার ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেল থেকে তৃতীয় বর্ষের ছাত্রী ঝুলন্ত দেহ উদ্ধার ঘটনায় চাঞ্চল্য ছড়ালো। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার গভীর রাতে কোচবিহার শহর সংলগ্ন হরিণ চওড়া এলাকায় কোচবিহার সরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের হোস্টেলে । খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে যায় কোচবিহার কোতোয়ালি থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে ।পুলিশ ও কলেজ সূত্রে জানা গিয়েছে ওই ছাত্রীর নাম অন্নেষা ঘোষ (২০) বাড়ি দুর্গাপুর । ঘটনার দিন সকালে হোস্টেলে ছুটে আসে অতিরিক্ত জেলা পুলিশ সুপার কৃষ্ণ গোপাল মিনা তিনি নিজেই গোটা বিষয়টি খতিয়ে দেখছেন ।
হোস্টেল সূত্রে জানা গিয়েছে, তৃতীয় বর্ষের এই ছাত্রী ছুটিতে বাড়ি গিয়েছিল গত রবিবার দিন তার বাবা-মা থাকে হোস্টেলে দিয়ে যায় । ওই ছাত্রীর সাথে তার ঘরে যে সহপাঠী থাকতো সে গত পরশুদিন বাড়ি চলে গিয়েছে । সেই মতো গতকাল মৃত ছাত্রীর অন্য এক সহপাঠীর ঘরে থাকার কথা ছিল । রাত একটা বেজে গেলও সহপাঠীর ঘরে না আসার কারণে ওই সহপাঠী তাকে ফোন করতে থাকে ফোন না ধরার পরে বিষয়টি সে অন্যান্যদের জানায় তারপর তারা গিয়ে ঘরের দরজা খুলে দেখে সে ঝুলন্ত অবস্থায় রয়েছে । পরবর্তী তারাই তাকে সেখান থেকে নামিয়ে দ্রুত প্রথমে একটি বেসরকারি হাসপাতাল পরবর্তী কোচবিহার এম জে এন মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় যেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে । ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে