ভোট বৈতরণী পার করতে বিজেপির ৯১ জনের জেলা কমিটিতে একমাত্র সংখ্যালঘু মুখ জিল্লুর, গুঞ্জন কর্মীদের একাংশের মধ্যে

0
154

ভোট বৈতরণী পার করতে বিজেপির ৯১ জনের জেলা কমিটিতে একমাত্র সংখ্যালঘু মুখ জিল্লুর, গুঞ্জন কর্মীদের একাংশের মধ্যে। কটাক্ষ তৃণমূলের

                       শীতল চক্রবর্তী বালুরঘাট ২০ আগস্ট দক্ষিণ দিনাজপুর। ৯১জনের বিরাট জেলা কমিতিতে এক জিল্লুর রহমানের ঘাড়ে ভরকরেই ভোট বৈতরণী পার করতে চাইছে বিজেপি। মঙ্গলবার দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির পূর্ণাঙ্গ জেলা কমিটির তালিকা প্রকাশ হতেই সামনে এসেছে এমনই ভয়ঙ্কর চিত্র। জেলার প্রায় ২৫ শতাংশ সংখ্যালঘু ভোটব্যাঙ্ক টানতে কেন একা জিল্লুরের কাঁধেই ভর করল বিজেপি, তা নিয়েই  রীতিমতো গুঞ্জন তৈরি হয়েছে সমগ্র দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে।     তপনের বাসিন্দা এই জিল্লুর রহমানই বিগত বেশ কয়েকবছর আগে সংখ্যালঘু অধ্যুষিত কুমারগঞ্জ ব্লকের ডাঙ্গারহাট এলাকায় গিয়ে বিক্ষোভের মুখে পড়েছিল। শুধু তাই নয় জিল্লুর রহমানের কিছু বক্তব্য শুনে মারমুখী হয়ে সাংসদকেও গোব্যাক শ্লোগান দিয়েছিলেন এলাকার বাসিন্দারা।  তারপরেও সংখ্যালঘু ভোটব্যাঙ্ক টানতে সেই  একা জিল্লুর রহমানের প্রতি আস্থা রাখায় কর্মীদের একাংশের মধ্যেও রীতিমতো গুঞ্জন তৈরি হয়েছে।  মঙ্গলবার বিজেপির পূর্ণাঙ্গ জেলা কমিটি তৈরি করেছে জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী। সেই জেলা কমিটিতে ৯১ জনের মধ্যে ৯ জনকে সহ-সভাপতি, চারজনকে সাধারণ সম্পাদক, নয়জনকে সম্পাদক, অফিস সম্পাদক, কোষাধক্ষ্য, মিডিয়া ইনচার্জ, সোশ্যাল মিডিয়া ইনচার্জ ,আইটি ইনচার্জ সহ একানব্বই জনের পূর্ণাঙ্গ তালিকা তৈরি করা হয়েছে। সেই তালিকায় যেমন বহু বিতর্কিত মুখ কানাইলাল বিশ্বাস কে ফের কমিটির সাধারণ সদস্য করা হয়েছে, তেমনি ৭৩নম্বরে সাধারণ সদস্য হিসেবে একমাত্র সংখ্যালঘু মুখ তপনের বাসিন্দা আরএসপি থেকে বিজেপিতে যোগ দেওয়া, জিল্লুর রহমানকে রাখা হয়েছে। যা নিয়ে বিজেপি জেলা সভাপতি স্বরূপ চৌধুরী জানান,"মিটিংয়ে ব্যস্ত আছি পরে ফোন করুন।"   অন্যদিকে এই জেলা কমিটি নিয়ে কটাক্ষ করেছে তৃণমূল। তাদের দাবি, সংখ্যালঘুদের নিয়ে যেভাবে বিজেপি মানুষজনদের অত্যাচার করছে তার জ্বলন্ত উদাহরণ বিজেপির এই জেলা কমিটি। এমনই ক্ষোভ প্রকাশ করলেন জেলা তৃণমূলের মিডিয়া কনভেনার জয়ন্ত কুমার দাস।"     তিনি জানান,"লোক দেখানো ছাড়া কিছু না, সংখ্যালঘু মানুষজন মা মাটি মানুষের সঙ্গে রয়েছে।"

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here