মালদায় ছাত্রকে শুট আউট অভিযোগ তৃণমুলের বিরুদ্ধে

0
78

মালদা:-আবার গুলি চললো মালদায়। গুলিতে আহত দ্বাদশ শ্রেনীর ছাত্র।আহত ছাত্রের নাম আবদুল সাহিদ। বাঙ্গিটোলা উচ্চ বিদ্যালয়ের ছাত্র আবদুল। বুকের ডানদিকে গুলি লেগেছে তার। অবস্থা আশঙ্কাজনক। কলকাতায় স্থানান্তর করা হয়েছে। ঘটনাটি ঘটেছে মালদার মোথাবাড়ি থানার পঞ্চানন্দপুর বাজার এলাকায়। গতকাল রাত সাড়ে আটটায় সময় এই গুলি চালানোর ঘটনা ঘটে। পরিবারের অভিযোগ গতকাল রাতে বাড়ি থেকে বের হয়েছিল এই ছাত্র। এরপর হঠাৎ করে এই ঘটনা ঘটে। অভিযোগ উঠেছে রাজ সেখ নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ এই রাজ সেখ তৃণমূল ঘনিষ্ঠ।
কালিয়াচক ২ নম্বর ব্লকের মোথাবাড়ি যুব সভাপতি তাহিদুর রহমান বলেন, আমি দুজনকে চিনি। এটা কোন গ্রাম্য বিবাদ নয় রাজনৈতিক বিবাদ ও নয়। মোবাইলকে কেন্দ্র করে দুইজনের মধ্যে বিবাদ পুলিশ তদন্ত করছে। যারা এই ঘটনা ঘটেছে পুলিশ তদন্ত করে তাদের সঠিক শাস্তি হোক এটাই দাবি করব।
স্থানীয় বিজেপি নেতা নিবারণ ঘোষ বলেন, পুলিশের মদতে এই ধরনের ঘটনা ঘটছে। মোথাবাড়ি থানার পুলিশ নিষ্ক্রিয়। একজন ছাত্রকে তৃণমূল নেতা গুলি করবে এটা কখনোই মেনে নেয়া যায় না অবিলম্বে অভিযুক্ত গ্রেফতারের দাবী জানাচ্ছি। গ্রেফতার না হলে আমরা বৃহত্তর আন্দোলনের নামবো

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here