উত্তর দিনাজপুর:-মাদক সামগ্রী বিক্রি বন্ধের দাবিতে থানায় বিক্ষোভ দেখালো এলাকার মানুষেরা এই ঘটনার জেরে চাঞ্চল্য ছড়ায়।দিনের পর দিনে মাদক কারবারিদের স্বর্গ রাজ্য হয়ে উঠছে রায়গঞ্জের শহরের শক্তিনগর এলাকা।পুলিশ প্রশাসনকে বারবার জানিও আশ্বাস ছাড়া কিছুই হয় না।অভিযোগ রবিবার এক মাদক কারবারি মাদক সামগ্রি বিক্রি করতে আসলে এলাকার মানুষেরা হাতে নাতে ধরে ফেলে।এরফলে এলাকায় উত্তেজনা ছড়ায়।দুষ্কৃতকারীরা এলাকার মহিলা ও পুরুষদের উপচরাও হয়।এরপর এলাকার মানুষেরা একত্রিত হয়ে রায়গঞ্জ থানায় এসে বিক্ষোভ দেখায়। তাঁদের অভিযোগ পুলিসের ঊর্ধতন কতৃপক্ষ এলাকায় মাদক কারবার নষ্ট করতে উদ্যোগ হলেও নিচু তলায় কয়েক পুলিস কর্মী মাদক কারবারকে উৎসাহ দিচ্ছেন। এরই জেরেই বিরক্ত হয়েই এদিন থানায় এসে বিক্ষোভ কর্মসূচি চলে। আর এই জমায়েত ঘিরে রাতে থানার সামনেও উত্তেজনা চলে কয়েকঘন্টা ধরে। শেষে পুলিসের আশ্বাসেই বিক্ষোভকারীরা সরে যায়
Home উত্তর বাংলা উত্তর দিনাজপুর মাদক সামগ্রী বিক্রি বন্ধের দাবিতে থানায় বিক্ষোভ দেখালো এলাকার মানুষেরা