স্বাধীনতা দিবসে প্লাস্টিক বর্জনের বার্তা দিয়ে সচেতনতা শিবির

0
56

হরিরামপুর: স্বাধীনতা দিবসে প্লাস্টিক বর্জনের বার্তা দিয়ে সচেতনতা শিবির করলো হরিরামপুর ব্লক ও বাগিচাপুর গ্রাম পঞ্চায়েত ।শুক্রবার দক্ষিণ দিনাজপুর জেলার হরিরামপুর ব্লক ও বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের যৌথ উদ্যোগে এলাকায় প্লাস্টিক বর্জনের বার্তা দিয়ে সচেতনতা শিবির করেন তারা।এদিন হরিরামপুর বাসষ্ট্যান্ডে করা হয় প্লাস্টিক বর্জনের শিবির।যেখানে হরিরামপুর ব্লকের যুগ্ম বিডিও রাজিবুর শেখ সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।এদিন সাধারণ মানুষকে প্লাস্টিকের বর্জনের অনুরোধ করা হয়।
দিন দিন বাড়ছে প্লাস্টিকের ব্যবহার। হাট বাজারে ঢুকলেই দেখা যায় প্লাস্টিকের ব্যবহারের প্রবণতা। মাছ বাজার হোক বা সবজি বাজার সর্বত্রই প্লাস্টিকের ক্যারি ব্যাগের ব্যবহার দেখা যায়।প্লাস্টিকের ভয়াবহতা যে কতটা সেই দিকে নজর রেখে ৭৯ তম স্বাধীনতা দিবসের দিনে প্লাস্টিক বর্জনের বার্তা দিয়ে সচেতনতা শিবির করলো হরিরামপুর ব্লক ও বাগিচপুর গ্রাম পঞ্চায়েত।এদিন হরিরামপুরের বাসস্ট্যান্ডে প্লাস্টিক বর্জনের সচেতনতা শিবিরটি করা হয়।যেখানে উপস্থিত ছিলেন হরিরামপুর ব্লকের যুগ্ম বিডিও রাজিবুল শেখ,বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা পারভীন,হরিরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি প্রেমচাদ নুনিয়া সহ আরো অনেকেই।এদিন উপস্থিত সকলে শপথ এর মাধ্যমে প্লাস্টিক বর্জনের ডাক দেন।
বাইট – রাজিবুর শেখ (যুগ্ম বিডিও,হরিরামপুর ব্লক)

বাইট বাগিচাপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মৌমিতা পারভিন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here