স্বাধীনতা দিবসে গঙ্গারামপুর থানার পুলিশের উদ্যোগে ৩০ টি চুরিও খোয়া যাওয়া মোবাইল ফেরত প্রকৃত মোবাইল মালিকদের হাতে
শীতল চক্রবর্তী, বালুরঘাট, ১৫ আগস্ট,দক্ষিণ দিনাজপুর। ১৫ ই আগস্ট ৭৯ তম স্বাধীনতা দিবসের দিনে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার উদ্যোগে চুরি হওয়া ও হারিয়ে যাওয়া মোট ৩০টি দামি মোবাইল ফোন প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হয়।গঙ্গারামপুর থানা চত্বরে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (গ্রামীণ) ইন্দ্রজিৎ সরকার, গঙ্গারামপুর থানার আইসি শান্তনু মিত্র,বড়বাবু পল্লব ঝা, টাউন অফিসার বিশ্বজিৎ বর্মন, এএসআই অভিজিৎ গোস্বামী সহ একাধিক পুলিশ আধিকারিকেরা।দীর্ঘদিন ধরে গঙ্গারামপুর থানা পুলিশের লিখিত অভিযোগ জানিয়েছিলেন বহু মোবাইল খোলা যাওয়া , চুরি হওয়া মোবাইলের মালিকেরা। পুলিশ তদন্তে নেমে বিভিন্ন সময়ে ওই সমস্ত চুরি ও খোয়া যাওয়া মোবাইল ফোনগুলি তথ্য যাচাই শেষে প্রকৃত মালিকদের হাতে যে দিন তা ফেরত দেয়।
অতিরিক্ত পুলিশ সুপার গ্রামীণ ইন্দ্রজিৎ সরকার বলেন, “পুলিশ প্রশাসনের কাজ মানুষের জন্য কাজ করা। স্বাধীনতা দিবসে প্রকৃত মালিকদের হাতে মোবাইল তুলে দিতে পেরে আমরা আনন্দিত।”
মোবাইল ফেরত পেয়ে গঙ্গারামপুর থানা পুলিশের এমন কাজকে সাধুবাদ জানিয়েছেন হারিয়ে যাওয়া মোবাইল ফেরত পাওয়া এক গ্রাহক। গঙ্গারাম থানা পুলিশের এমন কাজকে সকলেই সাধুবাদ জানিয়েছেন।