একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সাবডিভিশনাল রিপোর্টার অ্যাসোসিয়েশনের তরফে ক্লাবের সামনে ১৫ আগস্ট ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করা হলো।

0
72

 শীতল চক্রবর্তী বালুরঘাট ১৫ আগস্ট দক্ষিণ দিনাজপুর:-একটি অনুষ্ঠানের মধ্য দিয়ে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর সাবডিভিশনাল রিপোর্টার অ্যাসোসিয়েশনের তরফে ক্লাবের সামনে ১৫ আগস্ট ৭৯তম স্বাধীনতা দিবস উদযাপন করা হলো।জাতীয় পতাকা উত্তোলন করেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র,সেখানে ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস সহ বেশ কয়টি ওয়ার্ডের কাউন্সিলর,সাংবাদিকদের ক্লাবের সভাপতি সম্পাদকসহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।ক্লাবের তরফে করা হয় বৃক্ষরোপন কর্মসূচিও।               

এদিন গঙ্গারামপুরে সাব ডিভিশনাল রিপোর্টার অ্যাসোসিয়েশনের কার্যালয় গঙ্গারামপুর হাইরোডের চিত্তরঞ্জন সবজি মার্কেটে সামনে ১৫ই আগস্ট ৭৯তম স্বাধীনতা দিবসকে সামনে রেখে জাতীয় পতাকা উত্তোলন করেন গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র,সেখানে পুরসভার ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাস,কাউন্সিলর অতনু রায়, সুভদ্রা রাজবংশী,পাপড়ি কর্মকার, সুভাষ কুন্ডু,সাংবাদিকদের ক্লাবের সম্পাদক বিপ্লব হালদার, সদস্য অজিত ঘোষ, সুজন সূত্রধর,বাসুদেব দাস,ব্যবসায়ী অবনী সরকার,সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।        

  এবিষয়ে গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র ও ভাইস চেয়ারম্যান জয়ন্ত কুমার দাসেরা জানিয়েছেন,ক্লাবের এমন উদ্যোগ প্রশংসনীয়।শ্রদ্ধার সাথে তারা এই দিনটি পালন করেছে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে। ধন্যবাদ জানাই তাদের।

” সাংবাদিকদের ক্লাবের জেলা সম্পাদক বিপ্লব হালদার বলেন,”বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করা হয়েছে। করা হয়েছে বৃক্ষরোপণ কর্মসূচিও।”                   

      এদিকে কর্মসূচিতে প্রচুর পরিমাণে মানুষজনদের ভিড় হয়েছিল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here