তেরঙায় দেশপ্রেমের জোয়ার, বালুরঘাটে ৭৯তম স্বাধীনতা দিবসের উচ্ছ্বাস

0
53

তেরঙায় দেশপ্রেমের জোয়ার, বালুরঘাটে ৭৯তম স্বাধীনতা দিবসের উচ্ছ্বাস

বালুরঘাট, ১৫ আগষ্ট —– দেশপ্রেমের রঙে রঙিন হল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনিক ভবন প্রাঙ্গণ। ৭৯তম স্বাধীনতা দিবসের সকালে জাতীয় পতাকা উত্তোলন করে সম্মান জানান জেলা শাসক বিজিন কৃষ্ণা। উপস্থিত ছিলেন সিভিল ডিফেন্স ও বালুরঘাট পুলিশ প্রশাসনের সদস্যরা। দেশাত্মবোধক সঙ্গীতের ছন্দে মুখরিত হয় চারদিক, দেশমাতৃকার প্রতি জানানো হয় আন্তরিক শ্রদ্ধা। জেলা শাসকের জাতীয় উদ্দেশ্যে প্রেরণাদায়ক ভাষণে গর্ব ও দায়িত্ববোধের বার্তা পৌঁছে যায় জনমানসে। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে মেতে ওঠেন স্কুল-কলেজের পড়ুয়া থেকে সাধারণ মানুষ— গান, আবৃত্তি ও নৃত্যের মাধ্যমে স্বাধীনতার সুর ছড়িয়ে পড়ে আকাশে-বাতাসে। সারা দিন জুড়ে তেরঙার ছোঁয়া যেন ভরিয়ে দেয় শহরের প্রতিটি কোণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here