ধানক্ষেত থেকে যুবকের মৃতদেহ উদ্ধার তপনে
শীতল চক্রবর্তী বালুরঘাট ১৩ আগস্ট।দক্ষিণ দিনাজপুরের তপনে ধানক্ষেত থেকে এক যুবকের মৃতদেহ উদ্ধার হওয়ায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। মৃতের নাম আশিক সরকার (২৫),বাড়ি তপন থানার বালাপুর মহুকুড়ি গ্রামে হলেও তিনি দাড়ালহাটে দাদুর বাড়িতে থাকতেন।
বুধবার ভোরে দাড়ালহাট-তপন রুটের মাঝে জাজিহার এলাকায় ধানক্ষেতে অচৈতন্য অবস্থায় আশিককে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। তড়িঘড়ি তাঁকে তপন গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট সদর হাসপাতালে পাঠিয়েছে। মৃত্যুর সঠিক কারণ এখনও অজানা থাকায় রহস্য ঘনীভূত হয়েছে।পুলিশ তদন্ত শুরু করেছে।























