তির-ধনুক হাতে সশস্ত্র আদিবাসী বিক্ষোভে রণক্ষেত্র অফিসপাড়া, একাধিক দাবির ঢেউয়ে স্তব্ধ বালুরঘাট
বালুরঘাট, ১১ অক্টোবর —— তির ধনুক উঁচিয়ে সশস্ত্র আদিবাসীদের বিক্ষোবে কার্যত রণক্ষেত্র বালুরঘাটের অফিসপাড়া।জেলাশাসকের দপ্তর ঘেরাও করে আদিবাসীদের বিক্ষোভে কার্যত স্তব্ধ হয়ে যায় এলাকার যান চলাচলও। সোমবার দুপুরে এই ঘটনাকে ঘিরে তুমুল উত্তেজনা ছড়ায় বালুরঘাট শহরের থানা মোড় এলাকায়। সারনা ধর্ম কোড প্রবর্তনসহ ছ’দফা দাবিতে জেলা শাসকের দপ্তর ঘেরাও করে টানা দু’ঘণ্টা পথ অবরোধ করে ‘আদিবাসী সেঙ্গেল অভিযান’। ধামসা-মাদলের তালে তালে স্লোগান, সঙ্গে গর্জে উঠে—জল, জঙ্গল, জমির অধিকার রক্ষার দাবি। আর যার জেরে বিকেল চারটে পর্যন্ত থমকে যায় অফিসপাড়ার যান চলাচল।
সংগঠনের দাবি— ওরাও,মুন্ডা, হো খাড়িয়া আদিবাসী ভাষাকে সমৃদ্ধ করতে হবে। দেশজুড়ে কলকারখানা, খাদান, সড়কের নামে আদিবাসীদের জমি অধিগ্রহণ বন্ধ করতে হবে। আদিবাসীদের জল, জঙ্গল, জমির অধিকার রক্ষা করতে হবে। এসব ছাড়াও মোট ছয় দফা দাবি ছিল এদিন তাদের। পরিশেষে সংগঠনের প্রতিনিধি দল জেলা শাসকের হাতে রাষ্ট্রপতির উদ্দেশ্যে একটি চিঠিও জমা দেয়।
আদিবাসী সিঙ্গেল অভিযানের জেলা সভাপতি পরিমল মার্ডি জানান, ‘দীর্ঘদিন ধরে দাবি জানানো হচ্ছে। কিন্তু ব্যবস্থা নেওয়া হচ্ছে না। তাই এদিন গণ ডেপুটেশন দেওয়া হয়েছে। এর পরে আমাদের দাবি মানা না হলে এর চেয়েও বড় আন্দোলনে আমরা নামব।’ এদিকে উত্তেজনায় ফুঁসতে থাকা অফিসপাড়ার সাধারণ মানুষ বলছেন—এই আন্দোলনের জেরে দিনভর কাজকর্মে বড় বিঘ্ন ঘটে। তবে আন্দোলনকারীদের দৃঢ় সুর—“এ লড়াই অধিকার ছিনিয়ে আনার।”