উওর দিনাজপুর:-রাস্তার বেহাল দশা ভেঙ্গে পড়ল কালভার্ট।ঘটনাটি ঘটেছে উওর দিনাজপুর জেলার করণদিঘী ব্লকের চার দামালি থেকে সাবধান টু মেহেন্দাবাদি রাস্তায় ভেঙ্গে পড়লো কালভার্ট, স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বালি পাথর বোঝাই ওভার লোড গাড়ি যাচ্ছিল রাস্তা দিয়ে সেই সময় মেহেন্দাবাড়ি বসরা রাজ্য সড়কে ওপর কালভার্টটি ভেঙ্গে পড়ে। যার ফলে তৈরি হয়েছে বড় গর্ত। স্থানীয় বাসিন্দারা দ্রুত কালভার্ট মেরামতের দাবি। সাবধান হাই স্কুলের ছাত্র-ছাত্রীদের সাইকেল নিয়ে যাওয়ার খুব অসুবিধা পড়ছে এবং গর্তের মধ্যে বহু টোটো এবং বাইক এক্সিডেন্ট হয়েছে জানিয়েছেন, বিপদজনক অবস্থায় রয়েছে কালভার্টি যে কোনো সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা।