তেলেঙ্গানায় সোনা ও টাকা চুরি কান্ডে গ্রেফতার তপনের যুবক, বাড়ি থেকে উদ্ধার পাচশো গ্রাম সোনা ও নগদ ৮৮ হাজার টাকা

0
158

বালুরঘাট, ১১ আগষ্ট —— তেলেঙ্গানার চাঞ্চল্যকর সোনা চুরি কাণ্ডে নাম জড়াল দক্ষিণ দিনাজপুরের তপনের এক যুবকের। সোমবার দুপুরে ভাইওর স্কুলপাড়া এলাকায় হানা দিয়ে অভিযুক্ত মালেক মোল্লার বাড়ি থেকে উদ্ধার হল প্রায় ৫০০ গ্রাম সোনার গহনা ও নগদ ৮৮ হাজার টাকা। যে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে খবর, কয়েক মাস আগে কাজের সূত্রে তেলেঙ্গানায় গিয়েছিল তপনের ভাইওর স্কুল পাড়ার বাসিন্দা মালেক মোল্লা। অভিযোগ, কর্মস্থল থেকেই বিপুল পরিমাণ সোনা ও নগদ অর্থ হাতিয়ে নিয়ে গা-ঢাকা দেয় সে। ঘটনার পর সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ও মোবাইলের লোকেশন ট্র্যাক করে তার গতিবিধি টের পায় তেলেঙ্গানা পুলিশ। এরপরই সাতজনের একটি দল তপন থানার পুলিশের সহযোগিতায় সোমবার দুপুরে মালেকের বাড়িতে হানা দেয়। যেখানে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় চুরি যাওয়া সোনা ও নগদ টাকা। ঘটনাস্থলেই হাতেনাতে ধরা পড়ে অভিযুক্ত। এদিন অভিযুক্ত মালেককে বালুরঘাট জেলা আদালতে পেশ করে ট্রানজিট রিমান্ড নেয় তেলেঙ্গানা পুলিশ। তপন থানার আইসি জনমারি ভিয়েনা লেপচা জানান, “তেলেঙ্গানায় একটি সোনা চুরির ঘটনায় তপনের মালেক মোল্লাকে গ্রেফতার করেছে তেলেঙ্গানা পুলিশ। আইনি প্রক্রিয়া মেনে তাকে নিয়ে যাওয়া হয়েছে।”

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গ্রামে ফেরার পর থেকেই মালেকের আর্থিক অবস্থার হঠাৎ উন্নতি নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছিলেন। তবে এত বড় চুরির সঙ্গে তার জড়িত থাকার খবর ফাঁস হতেই হতবাক প্রতিবেশীরা। এখন তদন্তে খতিয়ে দেখা হচ্ছে, মালেক কোনও বড় চক্রের সদস্য কি না, নাকি একাই এই চুরির পরিকল্পনা করেছিল। তেলেঙ্গানা ও তপন—দুই রাজ্যের পুলিশই বিষয়টি নিয়ে সমন্বয় করে তদন্ত শুরু করেছে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here