প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মেডিক্যাল ক্যাম্প

0
82

প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মেডিক্যাল ক্যাম্প করা কুশকারি কে বি বি এস উচ্চ বিদ্যালয়ে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশিত পথে পশ্চিমবঙ্গের সমস্ত স্বাস্থ্য পরিষেবাকে জনমুখী ও বাস্তবায়িত করতে দক্ষিণ দিনাজপুর প্রগ্রেসিভ হেলথ অ্যাসোসিয়েশনের ব্যবস্থাপনায় ফ্রী মেডিক্যাল ক্যাম্প করা হলো কুশকারি কে বি বি এস উচ্চ বিদ্যালয়ে। রাবিবার বেলা ১০ টা থেকে বৈকাল ৪ টা পর্যন্ত এই ক্যাম্প করা হয়। এই ক্যাম্পে মেডিসিন স্পেশালিস্ট থেকে শুরু করে চক্ষু রোগ বিশেষজ্ঞ সকলেই উপস্থিত ছিলেন। শিশু বাচ্চা থেকে শুরু করে বড়দের পেসের, সুগার, থাইরয়েড সহ রক্ত পরীক্ষা করার ব্যবস্থা সহ সমস্ত রকমের সুযোগ সুবিধা এই ক্যাম্পে থেকে সাধারণ মানুষ পরিষেবা পাচ্ছেন। এদিন এই ক্যাম্প থেকে প্রায় দুই শত মানুষেরও বেশি পরিষেবা নিতে জমায়েত হচ্ছে। এই মেডিক্যাল ক্যাম্পে পরিদর্শনে আসেন সিএমওএইচএ সুদীপ দাস, বিশিষ্ট সমাজসেবী সার্দুল মিত্র এছাড়াও এই ক্যাম্পে উপস্থিত ছিলেন রশিদপুর হাসপাতালের বি এম ও এইচ পুলকের সাহা, হিলি ও তপন গ্রামীণ হাসপাতালের বি এম ও এইচ এই ক্যাম্প পরিদর্শন আসেন। এছাড়াও উপস্থিত ছিলেন পুত্তকর্মাদক্ষ রফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবী মাজেদার রহমান সহ বিশিষ্ট জনেরা।

এ বিষয়ে সি এম ও এইচ সুদীপ দাস জানিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দক্ষিণ দিনাজপুর প্রগ্রেসিভ অ্যাসোসিয়েশন এর পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্প করা হচ্ছে বংশীহারী ব্লকের কুসকারী উচ্চ বিদ্যালয়। এ ক্যাম্পে থেকে সাধারণ মানুষ সমস্ত রকম পরিষেবা পেতে চলেছেন। আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত এ ক্যাম্পে থেকে প্রায় ২০০ জনেরও বেশি মানুষ পরিষেবা নিয়ে যাচ্ছেন। শিশু বাচ্চা থেকে শুরু করে বড়রা এ ক্যাম্পে থেকে পরিষেবা নিতে পারবেন। এরকম ক্যাম্প আগামীতেও চলতে থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here