ফুল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট সত্তরোর্দ্ধ বৃদ্ধা

0
67

ফুল তুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট সত্তরোর্দ্ধ বৃদ্ধা, মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া নাজিরপুরে

বালুরঘাট, ৯ আগষ্ট ——-সকালের স্নিগ্ধ বাতাসে ভেসে বেড়াচ্ছিল ফুলের সুবাস। হাতে ঝুড়ি নিয়ে বাগানের দিকে যাচ্ছিলেন গীতা মণ্ডল (৭২)। কিন্তু কয়েক সেকেন্ডের অসতর্কতা মুহূর্তে কেড়ে নিল তাঁর জীবন। বৃহস্পতিবার সকালে বালুরঘাট ব্লকের নাজিরপুর গ্রামে বিদ্যুতের খুঁটিতে হাত লাগতেই প্রবল ঝটকায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। পরিবারের লোকজন ছুটে এসে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে গেলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসকরা জানান, আগেই প্রাণ চলে গিয়েছিল ওই বৃদ্ধার।

ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। কান্নায় ভেঙে পড়েছেন পরিবারের সদস্যরা। মৃতার বউমা রাখী মণ্ডল কাঁদতে কাঁদতে বলেন, “প্রতিদিনের মতো ফুল তুলতে গিয়েছিলেন শাশুড়ি। কিন্তু আজ আর ফিরে এলেন না। খুঁটিতে হাত লাগতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে যান।”

স্থানীয়দের অভিযোগ, বহুদিন ধরেই ওই খুঁটির তারে ত্রুটি ছিল। বিদ্যুৎ দফতরকে জানানো হলেও ব্যবস্থা নেওয়া হয়নি বলে তাঁদের দাবি। গ্রামবাসীদের আশঙ্কা, অবহেলার জেরে আবারও ঘটতে পারে বড়সড় বিপদ। তাই দ্রুত ত্রুটিপূর্ণ খুঁটি ও তার মেরামতের দাবি তুলেছেন তাঁরা।

জীবনের শেষ মুহূর্তে গীতা দেবী হয়তো কেবল ফুলের দিকে হাত বাড়িয়েছিলেন। কিন্তু অদৃশ্য মৃত্যুর ফাঁদ নিভিয়ে দিল নাজিরপুরের এক প্রাণ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here