সীমান্তে রাখীর বাঁধন, হিলিতে খুদেদের হাতে দেশপ্রেমের পাঠ

0
96

সীমান্তে রাখীর বাঁধন, হিলিতে খুদেদের হাতে দেশপ্রেমের পাঠ

দেশের সীমানা মানে শুধু কাঁটাতারের বেড়া নয়—তার ওপারে লুকিয়ে থাকে অসংখ্য সাহস, ত্যাগ আর দায়িত্বের গল্প। সেই গল্পের মাঝেই হিলির ভারত-বাংলাদেশ আন্তর্জাতিক চেকপোস্ট সাজলো এক ব্যতিক্রমী রাখী উৎসবে। গঙ্গারামপুর টেকনো ইন্ডিয়া পাবলিক স্কুলের খুদে পড়ুয়ারা এদিন পৌঁছে গেল ৭৯ বিএসএফ ব্যাটেলিয়নের দায়িত্বে থাকা সীমান্তে, পরিবার থেকে শত মাইল দূরে দেশের নিরাপত্তায় নিয়োজিত জওয়ানদের হাতে ভালোবাসার রাখী বেঁধে আর মিষ্টিমুখ করিয়ে জানাল গভীর শ্রদ্ধা।

প্রথমবার সীমান্তে এসে খুদেদের চোখে ধরা দিল কাঁটাতারের আড়ালের বাস্তব জীবন—অলিখিত সাহস, চব্বিশ ঘণ্টার টহল, আর দেশের জন্য অবিরাম ত্যাগ। বইয়ের পাতা ছেড়ে এই সরাসরি অভিজ্ঞতা যেন হয়ে উঠল জীবনের সবচেয়ে বড় শিক্ষা। রাখীর সূতোয় বাঁধা পড়ল শুধু ভ্রাতৃত্ব নয়, বরং দেশপ্রেমের অটুট অঙ্গীকার।

স্কুল কর্তৃপক্ষ জানায়, এই আয়োজনের উদ্দেশ্যই ছিল ছাত্রছাত্রীদের হৃদয়ে দেশরক্ষার মূল্যবোধ গেঁথে দেওয়া। উৎসবের আবহে জওয়ানদের চোখে ফুটে উঠল গর্ব ও আনন্দের ঝিলিক, আর খুদেদের মনে জন্ম নিল নতুন এক দেশপ্রেমের স্বপ্ন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here