বালুরঘাটে ভুয়ো ‘সার্ফ এক্সেল’ চক্রে পুলিশি হানা, উদ্ধার ২০ বস্তা নকল ডিটারজেন্ট

0
100

বালুরঘাটে ভুয়ো ‘সার্ফ এক্সেল’ চক্রে পুলিশি হানা, উদ্ধার ২০ বস্তা নকল ডিটারজেন্ট

বালুরঘাট, ৮ আগষ্ট ——- দেখতে হুবহু আসল, প্যাকেটও নামী সংস্থার মতো চকচকে। কিন্তু ভেতরে নিম্নমানের গুঁড়ো। আর সেই গুঁড়োই মাসের পর মাস চড়া দামে বিক্রি হচ্ছিল বালুরঘাটের বাজারে। শুক্রবার বিকেলে গোপন সূত্রে খবর পেয়ে একযোগে অভিযান চালিয়ে পুলিশের জালে ধরা পড়ল ভুয়ো ডিটারজেন্ট চক্রের ভয়াবহ রূপ। উদ্ধার হল প্রায় ২০ বস্তা নকল সার্ফ এক্সেল। ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে গোটা শহরজুড়ে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে বালুরঘাট শহর ও লাগোয়া এলাকায় চলছিল নকল ডিটারজেন্টের রমরমা কারবার। আসল সার্ফ এক্সেলের প্যাকেটে ভরে বিক্রি হচ্ছিল নিম্নমানের পাউডার, যা ব্যবহার করলে কাপড় যেমন নষ্ট হচ্ছিল, তেমনই ছিল চর্মরোগের ঝুঁকি। ক্রেতারা আসল ভেবে কিনে প্রতারিত হচ্ছিলেন।

এদিন বিকেলে বালুরঘাট থানার পুলিশ ও ডিএসপি সদর অফিসের একটি বিশেষ দল শহরের বিভিন্ন দোকান ও কামারপাড়া এলাকায় অভিযান চালায়। একাধিক গুদামে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় প্রায় কুড়ি বস্তা নকল ডিটারজেন্ট পাউডার।

ডিএসপি সদর বিক্রম প্রসাদ জানান, “গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নকল ডিটারজেন্ট উদ্ধার হয়েছে। এগুলি কোথা থেকে এসেছে এবং কারা জড়িত, তার তদন্ত শুরু হয়েছে।” পুলিশ সূত্রে খবর, নকল পণ্যের মূল জোগানদারদের খুঁজে বের করতে জোর তল্লাশি চলছে। এদিকে এই অভিযানের পর থেকেই বাজারে ছড়িয়ে পড়েছে চাপা আতঙ্ক—আর কোথাও কি লুকিয়ে আছে ভুয়ো পণ্যের মজুত?

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here