সময়মতো এসেও পরীক্ষা দিতে পারব না?’

0
134

সময়মতো এসেও পরীক্ষা দিতে পারব না?’স্কুল গেটে তালা দেখে রাস্তায় নামল বালুরঘাটের পড়ুয়ারা

বালুরঘাট, ৮ আগষ্ট —– সময়মতো স্কুলে এসে গেটের মুখে তালা! আর তাতেই ক্ষোভে ফেটে পড়ল পরীক্ষার্থীরা। শুক্রবার সকালে বালুরঘাট হাইস্কুলের সামনে তৈরি হল অগ্নিগর্ভ পরিস্থিতি। সাইকেল ফেলে স্কুলের গেট আটকে তীব্র বিক্ষোভে ফেটে পড়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীদের একাংশ।

অভিযোগ, এদিন ছিল উচ্চমাধ্যমিকের ছাত্রদের কেমিস্ট্রি পরীক্ষা। কিন্তু নির্দিষ্ট সময়ের অনেক আগেই প্রধান শিক্ষকের নির্দেশে বন্ধ করে দেওয়া হয় স্কুলের মূল গেট। ফলে সকাল ১০টা ৫৫ মিনিটে পৌঁছেও ভিতরে ঢুকতে পারেননি বেশ কিছু পরীক্ষার্থী। তাদের মধ্যে শুভায়ু কুন্ডু ও মোহিত শর্মার ক্ষোভ, “পাঁচ মিনিট বাকি থাকতে গেট বন্ধ করা অন্যায়। এর ফলে পরীক্ষা বন্ধ হওয়ায় তাদের ভবিষ্যৎ ডুবে যেতে বসেছে।

এদিন যে ঘটনার খবর ছড়াতেই স্কুলের সামনে ভিড় জমে যায়। উত্তেজনা বাড়তে থাকলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি সামাল দেয় বালুরঘাট থানার পুলিশ। পুলিশের মধ্যস্থতায় গেট খুলে পরীক্ষার্থীদের ভিতরে ঢুকতে দেওয়া হয়। ফলে শেষমেশ পরীক্ষায় বসতে পারেন পড়ুয়ারা।

এই ঘটনায় প্রধান শিক্ষক সৃজিত সাহার সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা হলেও কোনও সাড়া মেলেনি। তবে স্কুল সূত্রে দাবি, সময়ানুবর্তিতা নিশ্চিত করতেই আগে গেট বন্ধ করা হয়েছিল। কিন্তু পড়ুয়াদের প্রশ্ন— “সময়ানুবর্তিতা মানে কি সময়মতো এসে গেটের বাইরে দাঁড়িয়ে থাকা?”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here