বংশীহারী থানার পুলিশের বড়ো সাফল্য ১০কেজি গাঁজা সহ গ্রেফতার ২ পাচারকারী,
শীতল চক্রবর্তী, বালুরঘাট, ৮ আগস্ট।দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার পুলিশের বড়ো সাফল্য। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ১০কেজি গাঁজা সহ দুই অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। শুক্রবার দুপুরে বুনিয়াদপুর স্টেশন এলাকা থেকে এই দুই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলে বিশাল পুলিশ বাহিনী।
ধৃতদের নাম রাজদ্বীপ প্রামাণিক (৩৪), বাড়ি দক্ষিণ দিনাজপুরের পাতিরাম এলাকায় এবং সেবক সিংহ (১৬), রশিদপুর, বংশীহারী থানা এলাকার বাসিন্দা। পুলিশ জানিয়েছে, শিলিগুড়ি থেকে গাঁজা এনে দক্ষিণ দিনাজপুরে পাচারের পরিকল্পনা ছিল তাদের।
একটি লাল রঙের ব্যাগে দুইটি প্যাকেটে করে ৫ কেজি করে মোট ১০ কেজি গাঁজা ছিল। বুনিয়াদপুর স্টেশনে রেল থেকে নেমে তারা যখন হেঁটে বেরিয়ে যাচ্ছিল, সেই সময় পুলিশ তাদের গতিবিধি লক্ষ্য করে সন্দেহজনক মনে হলে তল্লাশি চালায়। দোকানের সামনে ব্যাগ খুলতেই বেরিয়ে আসে গাঁজার প্যাকেট।
পুলিশ দুইজনকেই আটক করে চিরুনি তল্লাশি চালায় এবং পরে থানায় নিয়ে যায়। বর্তমানে ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস আইনে মামলা রুজু করা হয়েছে এবং ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত শুরু করেছে বংশীহারী থানার পুলিশ।
ঘটনাস্থলে উপস্থিত এক স্থানীয় দোকানদার বলেন, “দেখলাম পুলিশ দুজনকে আটক করেছে। তাদের সঙ্গে একটি ব্যাগ ছিল। পরে পুলিশ ব্যাগটি তল্লাশি করে ও তাদের থানায় নিয়ে যায়।”
পুলিশ সূত্রে খবর, এই মাদকচক্রের সঙ্গে আরও কেউ জড়িত আছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।