ভোটার তালিকা থেকে নাম কাটা নিয়ে আতঙ্ক, বালুরঘাটে সংখ্যালঘুদের পাশে থাকার আশ্বাস কমিশনের চেয়ারম্যানের
বালুরঘাট, ৬ আগষ্ট —– দক্ষিণ দিনাজপুরে সংখ্যালঘুদের সমস্যা নিয়ে প্রথমবার—জেলার বুকে বিশেষ আলোচনা সভা। বুধবার বালুরঘাটে বালুছায়া সভাকক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গ সংখ্যালঘু কমিশনের চেয়ারম্যান আহমেদ হাসান। জেলার বিভিন্ন প্রান্ত থেকে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ হাজির হয়ে তুলে ধরেন ভোটার তালিকা থেকে নাম বাদ যাওয়ার আশঙ্কা, শিক্ষা, চাকরি, আবাসন সহ নানা সমস্যা।
যে সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলাশাসক শুভজিৎ মণ্ডল, জেলা পরিষদের সদস্য সুভাষ ভাওয়াল সহ একাধিক প্রশাসনিক কর্তা। দেশের বিভিন্ন প্রান্তে সংখ্যালঘুদের উপর অত্যাচারের প্রসঙ্গও উঠে আসে এদিনের এই আলোচনায়।
চেয়ারম্যান আহমেদ হাসান স্পষ্ট বার্তা দেন, “দেশের প্রতিটি নাগরিকের অন্য রাজ্যে গিয়ে কাজ করার সাংবিধানিক অধিকার আছে। ভয় পাওয়ার কোনও কারণ নেই।” চিকিৎসক, ইঞ্জিনিয়ার, শিক্ষকসহ সমাজের নানা স্তরের মানুষ এদিন তাঁদের অভিজ্ঞতা ভাগ করে নেন। কমিশনের দাবি, সংখ্যালঘুদের আস্থা ফেরাতেই এই উদ্যোগ।