আত্রেয়ীর পাড়ে বন্যার ছায়া! জলে নেমেই যুদ্ধের প্রস্তুতি প্রশাসনের
বালুরঘাট, ৫ আগষ্ট —–আত্রেয়ীর জল বাড়ছে, বাড়ছে আশঙ্কা। সদরঘাট কলোনির পাড় ভেঙে পড়ছে গাছ, নীচে ঘরবাড়ি টলমল। নদীর গর্জনে জেগে উঠেছে দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। প্রাকৃতিক দুর্যোগের আগেই জলে নামল উন্নতমানের দু’টি স্পিড বোট। একেবারে যুদ্ধকালীন তৎপরতায় চালানো হল মহড়া। লক্ষ্য একটাই— ‘বিপদ এলেই জীবন বাঁচানো’!
মঙ্গলবার সদরঘাটের আত্রেয়ী তীরেই মহড়া দেখতে হাজির অতিরিক্ত জেলাশাসক রবি প্রকাশ মিনা, মহকুমা শাসক সুব্রত কুমার বর্মন-সহ জেলা প্রশাসনের শীর্ষকর্তারা। তাঁদের চোখের সামনে সিভিল ডিফেন্স কর্মীরা সফলভাবে চালান স্পিড বোট। এই বোটেই নদীর উত্তাল ঢেউ ছেদ করে পৌঁছনো যাবে দুর্গতদের কাছে— মুহূর্তের মধ্যেই।
প্রশাসন জানিয়েছে, ইতিমধ্যেই ৩০০টি নতুন লাইফ জ্যাকেট তুলে দেওয়া হয়েছে সিভিল ডিফেন্সের হাতে। তৈরি রাখা হয়েছে ৪ জন অগ্রগামী কর্মী এবং প্রশিক্ষিত ডুবুরিদের বিশেষ স্কোয়াড। অতিরিক্ত জেলাশাসক রবি প্রকাশ মিনা বলেন, “আগে শুধু ২টি স্পিড বোট ছিল, এবার আরও ২টি উন্নত বোট আমাদের হাতে। কোথাও জলবন্দি হলে দ্রুত উদ্ধার করা যাবে।”
ডিজাস্টার ম্যানেজমেন্ট অফিসার ভাস্কর দাস বললেন, “উত্তরবঙ্গে দুর্যোগ মানেই বন্যা। নদীই আমাদের চ্যালেঞ্জ। এই বোট আমাদের হাতিয়ার।”
শুধু বর্ষাই নয়, পুজোর বিসর্জনেও থাকবে কড়া নজরদারি। এবার আত্রেয়ী যতই ফুলে উঠুক— প্রশাসনের হাতে অস্ত্র আছে, আর বুকভরা প্রস্তুতি।