রাস্তার দাবিতে বেহাল রাস্তায় ধান চারা রোপণ এলাকাবাসী,প্রতিবাদে উত্তাল তপনের বুনাইল গ্রাম, গ্রামবাসীদের হুমকি,ভোট বয়কোটের
শীতল চক্রবর্তী তপন ৪ আগস্ট।দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের ৯নম্বর আউটিনা গ্রাম পঞ্চায়েতের বুনাইল গ্রামের বেহাল রাস্তা ঘিরে বিক্ষোভে ফেটে পড়লেন গ্রামবাসীরা।কাঁচা ও কাদায়ভরা রাস্তায় ধান গাছের চারা রোপণ করে প্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করলেন তারা।
গ্রামবাসীদের অভিযোগ,এই রাস্তাটি দিয়ে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করেন। রাস্তা না হলে এবার ভোট বয়কোট হবে।এলাকার রয়েছে স্কুল, উপস্বাস্থ্যকেন্দ্র অঙ্গনাওয়ারী সেন্টারসহ নানা গুরুত্বপূর্ণ প্রশাসনিক পরিষেবা এই পথের ধারেই রয়েছে।অথচ বারবার জানানো সত্ত্বেও প্রধান থেকে শুরু করে ব্লক প্রশাসনের কেউই কোনো পদক্ষেপ নেননি বহুদিন ধরেই মোট দেড় কিলোমিটার রাস্তা,বুনাইল আদিবাসী পাড়া থেকে শুরু করে তা আদিবাসী পাড়ার মধ্যেই শেষ হয়।প্রায় সাত তিন হাজার আদিবাসী পরিবারের লোকজনদের বসবাস সেখানে।সকলেই কৃষিকাজ ও দিনমজুরের কাজের সঙ্গে যুক্ত রয়েছে।
সোভান মাড্ডি,সুরেশ মাড্ডি, হাকিম মাড্ডি,পরিতোষ টুডু,এক অঙ্গনাওয়ারী কর্মী সহ স্থানীয় বাসিন্দারা অভিযোগ করে বলেন,”আমাদের রাস্তা বেহাল থাকার কারনে এমন আন্দোলন করতে বাধ্য হয়েছি।আশা করছি পঞ্চায়েতে ও প্রশাসন সমস্যা সমাধান করবেন,না হলে এবার ভোট বয়কোট করব।”
বিষয়টি নিয়ে আউটিনা গ্রাম পঞ্চায়েত প্রধান দুলালী সরেন ও তপন ব্লকের বিডিও তিথঙ্কার ঘোষ বলেন,“সমস্যা সমাধানের চেষ্টা চলছে।দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।”
জেলা পরিষদের সভাধিপতি চিন্তামনি বিহাও জানিয়েছেন, “এই পরিস্থিতি সত্যিই দুর্ভাগ্যজনক।বিষয়টি নিয়ে প্রশাসনিক স্তরে আলোচনা করে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”