জাতীয় সড়কে থৈ থৈ জল! জলবন্দি মঙ্গলপুর দিন গুনছে ডেঙ্গুর আতঙ্কে, নিশ্চুপ প্রশাসন
বালুরঘাট, ৩ আগষ্ট —–রাস্তা না জলাশয়—বুঝে উঠতে পারছেন না স্থানীয়েরা! শহরের বুক চিরে ছুটে চলা ৫১২ জাতীয় সড়ক এখন কার্যত চোবাচ্চা। আর তাতেই ডেঙ্গুর আতঙ্কে দিন কাটছে বালুরঘাট শহরের মঙ্গলপুর এলাকার বাসিন্দাদের।
৮ নম্বর ওয়ার্ডের শেষপ্রান্তে আত্রেয়ী খাড়ির পাশে গড়ে ওঠা একাধিক বহুতলের জেরে জল বেরোনোর পথ কার্যত বন্ধ। ফলে খাড়ির ধারে জাতীয় সড়কের একাংশে দিনের পর দিন জমে রয়েছে বৃষ্টির জল। যা নিয়ে পুর্ত দপ্তর বা জাতীয় সড়ক কতৃপক্ষের কোন হেলদোল না থাকায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। এমনকি তাদের ক্ষোভের আঙুল উঠেছে পুরসভার দিকেও।
স্থানীয় বাসিন্দা শ্যামল বসাক বলেন, “রাস্তার জল বাড়ি ঘরে ঢুকে পড়ছে। বালির বস্তা দিয়ে জল আটকানোর চেষ্টা করছি। কিন্তু যাতায়াতে খুব সমস্যা হচ্ছে। প্রশাসনের দেখা উচিত।”
বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র জানিয়েছেন, “পুরসভা থেকে জাতীয় সড়ক কর্তৃপক্ষ ও পুর্ত দপ্তরকে লিখিতভাবে জানানো হয়েছে। আমরা একটি প্রস্তাবিত বাজেট তৈরি করে তৈরি আছি। তবে সড়ক রক্ষণাবেক্ষণের দায়িত্ব ও বাজেট ওই দুই দপ্তরেরই।”
এই পরিস্থিতিতে সড়কপথে যাতায়াত তো বটেই, বর্ষায় জমা জলে জন্ম নেওয়া মশার লার্ভা থেকেই ডেঙ্গুর প্রকোপ বাড়ার আশঙ্কায় চিন্তিত সাধারণ মানুষ। কিন্তু সমস্যা নিরসনে প্রশাসনিক সক্রিয়তা যে এখনও খুবই কম, তাতে হতাশ শহরবাসী।