শিশু চুরি সন্দেহে মহিলাকে বেঁধে গণপ্রহার বালুরঘাটে

0
109

শিশু চুরি সন্দেহে মহিলাকে বেঁধে গণপ্রহার বালুরঘাটে, পুলিশ উদ্ধার করল ‘রিতা’কে

বালুরঘাট, ৩ আগষ্ট —– শিশু চুরির সন্দেহে মাঝবয়সী এক মহিলাকে বেঁধে রেখে মারধরের ঘটনায় চাঞ্চল্য ছড়াল বালুরঘাট শহরের মঙ্গলপুর ভারত সেবাশ্রম এলাকার আশ্রম চত্বরে।

স্থানীয় সূত্রে খবর, শনিবার সকালে এক মহিলাকে রাস্তায় অস্বাভাবিকভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয় স্থানীয়দের। দাবি, শিশুকে ফল-মিষ্টি দিয়ে ভুলিয়ে অপহরণের ছক করছিলেন তিনি। মুহূর্তেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা। ওই মহিলাকে ঘিরে ধরে শুরু হয় মারধর। পরে আশ্রম চত্বরে নিয়ে গিয়ে তাঁকে বেঁধে রাখা হয় বলে অভিযোগ।

যে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় বালুরঘাট থানার পুলিশ। তাঁরা মহিলাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। তাঁর ব্যাগ থেকে উদ্ধার হয়েছে কিছু ফল-মিষ্টি, ফুল ও একটি আধার কার্ড। সেখান থেকে পুলিশ জানতে পারে ওই মহিলার নাম রিতা প্রামাণিক, বাড়ি বালুরঘাটের মাহাত বোর্ডিং এলাকায়।

পুলিশ জানিয়েছে, এনিয়ে এখনও কোনও লিখিত অভিযোগ জমা পড়েনি। গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। মহিলার মানসিক অবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন তদন্তকারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here