মাদ্রাসা পরিচালন সমিতি নির্বাচন বাতিল করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাল স্কুল ও প্রশাসন,উঠছে প্রশ্ন
শীতল চক্রবর্তী, বালুরঘাট, ১ আগস্ট —দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর ব্লকের বাসুরিয়া গ্রাম পঞ্চায়েতের আভাসকুড়ি হাই মাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচনে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই চরমে পৌঁছেছিল যে, শেষ পর্যন্ত প্রশাসন ও মাদ্রাসা কর্তৃপক্ষ ভোট আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিল।
আগামী রবিবার ছিল ওই নির্বাচনের দিন। তবে মাদ্রাসার প্রধান শিক্ষক মঞ্জুর আলমের লিখিত আবেদন এবং সম্ভাব্য অশান্তির আশঙ্কায় প্রশাসনের তরফে ঘোষণা করা হয়—ভোট আপাতত হচ্ছে না, পরে তা অনুষ্ঠিত হবে।
উল্লেখ থাকে যে,তৃণমূলের দুই গোষ্ঠীর—জেলা সভাপতি সুভাষ ভাওয়ালের পক্ষ ও কুমারগঞ্জের বিধায়ক তথা জেলা তৃণমূল চেয়ারম্যান তোরাব হোসেন মন্ডলের পক্ষ—প্রতিটি থেকে ৬ জন করে মোট ১২ জন প্রার্থী মনোনয়ন পেশ করেন। বামপন্থী দল থেকেও ৫ জন প্রার্থী ছিলেন। সবমিলিয়ে ১৭ জন প্রার্থী ভোটে অংশ নিতে চেয়েছিলেন।
গোষ্ঠীদ্বন্দ্ব এতটাই প্রকট হয়ে ওঠে যে, সোশ্যাল মিডিয়ায় উভয়পক্ষই আলাদা প্রচার শুরু করে। ফলে সংঘাতের আশঙ্কা বাড়তে থাকে।
প্রধান শিক্ষক মঞ্জুর আলম জানান, “ভোটে অশান্তি হতে পারে বলে আমরা প্রশাসনকে লিখিতভাবে জানিয়ে অনুরোধ করি, যাতে ভোট পরে করা হয়।”
এবিষয়ে জেলা তৃণমূল চেয়ারম্যান তোরাব হোসেন মন্ডল বলেন, “ভোট শান্তিপূর্ণভাবেই হতো। তবে প্রশাসন যে সিদ্ধান্ত নিয়েছে, তাকে স্বাগত।”
অন্যদিকে জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল জানিয়েছেন, “এই বিষয়ে আমি প্রথম শুনছি। তবে প্রশাসন নিশ্চয়ই পরিস্থিতি বুঝেই সিদ্ধান্ত নিয়েছে।”
গঙ্গারামপুরের মহকুমা শাসক অভিষেক শুক্লা জানান, “প্রধান শিক্ষকের আবেদনের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে ভোট এখন হবে না, পরে তার দিন ঘোষণা করা হবে।”
প্রশ্ন থেকেই যায়: ভোট স্থগিত রেখে কি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটানো গেল, নাকি সেটাই ছিল প্রশাসনের মূল উদ্দেশ্য?
Home দক্ষিণ দিনাজপুর কুশমন্ডি মাদ্রাসা পরিচালন সমিতি নির্বাচন বাতিল করে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব মেটাল স্কুল ও প্রশাসন