গঙ্গারামপুরে সভা করে ঘোষণা: তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ জেলা কমিটি গঠিত, উপস্থিত থাকবেন বিশিষ্টজনেরা
শীতল চক্রবর্তী, বালুরঘাট, ২ আগস্ট, দক্ষিণ দিনাজপুর।
গঙ্গারামপুর নিউ মার্কেটের তৃণমূল জেলা কার্যালয়ে এক সভার মাধ্যমে পশ্চিমবঙ্গ তৃণমূল মাধ্যমিক শিক্ষক সমিতির দক্ষিণ দিনাজপুর জেলার পূর্ণাঙ্গ জেলা কমিটি ঘোষণা করা হলো।এদিন মোট ৩১জনের জেলা কমিটি, ৮জন ব্লক সভাপতি এবং ৩জন টাউন সভাপতির নাম প্রকাশ করা হয়।
এদিনের সভায় উপস্থিত ছিলেন দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূল সভাপতি সুভাষ ভাওয়াল, শিক্ষক সংগঠনের জেলা সম্পাদক সুব্রত মুখার্জি, গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র, জেলা পরিষদের মেন্টর তুলসী প্রসাদ চৌধুরী সহ একাধিক নেতৃত্ব।
জেলা তৃণমূলের সভাপতি সুভাষ ভাওয়াল জানান,
“দলকে শক্তিশালী করতে এই সংগঠনের পুনর্গঠন জরুরি ছিল। পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।”
সংগঠনের জেলা সম্পাদক সুব্রত মুখার্জি বলেন,
“কমিটি গঠনের ফলে সংগঠন আরও সক্রিয় ও শক্তিশালী হবে।”
গঙ্গারামপুর পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র বলেন,”২৬-এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে শিক্ষক সংগঠনকে সুসংগঠিত করা হয়েছে। এতে দলের ভিত মজবুত করবে।”