তিন বুথেই দেড়শো অভিযোগ!

0
73

তিন বুথেই দেড়শো অভিযোগ! ভিড়ে ঠাসা ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’—বালুরঘাটে প্রথম দিনেই সাড়া ফেললো মুখ্যমন্ত্রীর জনদরদি প্রকল্প

বালুরঘাট, ২ আগষ্ট —-সরকারি প্রকল্প আর ফাইলবন্দি প্রতিশ্রুতি নয়—সরাসরি মানুষের পাশে দাঁড়িয়ে সমস্যার সমাধান খোঁজার রাস্তাতেই হাঁটছে রাজ্য। তারই নজির হয়ে উঠল ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ কর্মসূচির প্রথম দিন। শনিবার বালুরঘাটের ১ নম্বর ওয়ার্ডের তারনচন্দ্র হাইস্কুলে আয়োজনের চেহারাই বদলে গেল—কেবল সরকারি কর্মসূচি নয়, রূপ নিল এক গণজনতার উৎসবে।

সকাল থেকেই স্কুল চত্বরে মানুষের ঢল। কেউ জানালেন পাড়ার ভাঙা রাস্তার কথা, কেউ বললেন নর্দমার জল উপচে পড়ার দুর্ভোগ, কোথাও আবার বিদ্যুৎ খুঁটির অভাবে অন্ধকারে ডুবে থাকা গলির কথা উঠে এল। পাশাপাশি সাংস্কৃতিক মঞ্চ ও কমিউনিটি সেন্টারের মতো পরিকাঠামোর দাবিও রাখলেন অনেকে।

পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র নিজে দাঁড়িয়ে থেকে শুনলেন অভিযোগ। সঙ্গে ছিলেন ওয়ার্ড কাউন্সিলর, ইঞ্জিনিয়ার, সুপারভাইজার থেকে শুরু করে পুরপ্রশাসনের প্রায় সব বিভাগ। তিনটি বুথ নিয়ে আয়োজিত কর্মসূচিতে জমা পড়ল প্রায় ১৫০-রও বেশি লিখিত অভিযোগ।

চেয়ারম্যান বলেন, “প্রত্যেক বুথের জন্য ১০ লক্ষ টাকা বরাদ্দ। কোথায় কী লাগবে, সেটা এখানকার মানুষই ভালো জানেন। আজকের মতো গণশুনানির মাধ্যমে সঠিক সমস্যা চিহ্নিত করে দ্রুত কাজ শুরু করা হবে।” এই প্রকল্প যে রাজ্যের মুখ্যমন্ত্রীর সরাসরি ভাবনায় তৈরি, তাও এদিন বারবার উঠে এসেছে চেয়ারম্যানের বক্তৃতা ও পর্যালোচনায়। আর তাই শহরের বহু বাসিন্দার মুখেই কৃতজ্ঞতার সুর—“প্রথমবার মনে হচ্ছে সরকার আমাদের কথা সত্যিই শুনছে।”

‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ শুধু প্রশাসনিক প্রকল্প নয়—এ যেন সরকারের সঙ্গে মানুষের এক নতুন সম্পর্কের সূত্রপাত, যেখানে মুখ ফিরিয়ে নেওয়া নয়, মুখোমুখি হওয়ার সাহস দেখিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here