ক্রাইম ব্রাঞ্চের অফিসার সেজে ঠকবাজি হরিরামপুরে! কোটি টাকার প্রতারণায় অভিযুক্ত কবির দাস, পলাতক অভিযুক্তকে খুঁজছে পুলিশ
বালুরঘাট, ২ আগষ্ট —- নিজেকে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (ক্রাইম ব্রাঞ্চ) অফিসার পরিচয় দিয়ে কোটি টাকার প্রতারণা! অভিযোগ উঠেছে দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরের মুসকিপুর গ্রামের বাসিন্দা কবির দাসের বিরুদ্ধে। স্থানীয়দের অভিযোগ, একটি মোবাইল অ্যাপের মাধ্যমে ‘চেন মার্কেটিং’-এর ফাঁদ পেতে কয়েকশো মানুষের কাছ থেকে কোটি টাকার বেশি তুলেছেন ওই ব্যক্তি।
পুলিশ সূত্রে খবর, প্রতারণার অভিযোগে কবিরের ছেলেকে ইতিমধ্যেই গ্রেপ্তার করা হয়েছে। তবে মূল অভিযুক্ত কবির দাস গা ঢাকা দিয়েছে। শনিবার সকাল থেকেই এই ঘটনার প্রতিবাদে তাঁর বাড়ি ঘেরাও করে বিক্ষোভ দেখাতে থাকেন প্রতারিত গ্রামবাসীরা। পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় হস্তক্ষেপ করে হরিরামপুর থানার পুলিশ। তবে তার আগেই উধাও হয়ে যায় কবির।
অভিযোগ, বিগত কয়েক মাস ধরেই তিনি মানুষকে মোটা লাভের লোভ দেখিয়ে অ্যাপে যুক্ত করতেন। শুরুতে সামান্য লভ্যাংশ দিয়ে বিশ্বাসযোগ্যতা তৈরি করলেও পরে বিশাল অঙ্কের টাকা হাতিয়ে নেন। বিক্ষোভে অংশ নিয়ে এদিন একরামুল বারিক ও সাধন রায়রা বলেন, “আমাদের সব টাকা গেছে! আমরা টাকা ফেরত চাই, আর দোষীর কঠোর শাস্তি হোক।”
গঙ্গারামপুরের এসডিপিও দীপায়ন ভট্টাচার্য জানিয়েছেন, লিখিত কিছু প্রমাণ মিলেছে। বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। এদিকে হরিরামপুর থানার পুলিশ ওই চক্রের অন্যান্য সদস্যদের খোঁজে তল্লাশি শুরু করেছে।
তবে প্রশ্ন উঠছে, কীভাবে এতদিন ধরে এমন প্রতারণা চলল অথচ প্রশাসন টের পেল না? স্থানীয় বাসিন্দাদের একাংশের অভিযোগ, প্রশাসনের একাংশের সঙ্গে অভিযুক্তের ‘সুসম্পর্ক’ থাকায় এতদিন নির্বিঘ্নে প্রতারণা চালিয়ে যেতে পেরেছে কবির।