যাত্রী নেই দীঘাগামী বাসে!

0
244

যাত্রী নেই দীঘাগামী বাসে! ঘাটতি মেটাতে মালদার ভলভো বাসকে বালুরঘাট থেকে চালানোর সিদ্ধান্ত এন বিএসটিসির

বালুরঘাট, ১ আগষ্ট —— যাত্রীর অভাব দীঘাগামি বাসে! পর্যাপ্ত যাত্রীর ঘাটতি মেটাতে মালদার ভলভো বাসকে বালুরঘাট থেকে চালু করবার সিদ্ধান্ত উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের। শুক্রবার বিকেলে বালুরঘাট এন বি এসটিসি বাসস্ট্যান্ড থেকে সবুজ পতাকা নাড়িয়ে যে বাসের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতীম রায়। যেখানে অনান্যদের মধ্যে হাজির ছিলেন ওই সংস্থার বোর্ড অফ ডাইরেক্টর তোরাব হোসেন মন্ডল, প্রাক্তন মন্ত্রী শঙ্কর চক্রবর্তী, জেলাপরিষদের সহকারী সভাধিপতি অম্বরিশ সরকার, বালুরঘাট ডিপো ইনচার্জ অশোক চক্রবর্তী, সুভাষ চাকি সহ বিশিষ্টজনেরা। এদিন একই সাথে শিলিগুড়ি গামী একটি ৫২ সিটের নতুন বাসেরও উদ্বোধন হয়েছে। উত্তরবঙ্গ পরিবহন নিগম সংস্থার বালুরঘাট ডিপো সুত্রের খবর অনুযায়ী, শীততাপ নিয়ন্ত্রিত দীঘাগামি ওই ভলভো বাসটি সপ্তাহে দুদিন বালুরঘাট বাসস্ট্যান্ড থেকে ছাড়বে। মঙ্গল ও শনি এই দুদিন সন্ধ্যা ৬ টা ৫০ এ ছাড়বে বালুরঘাট এনবিএসটিসি বাসস্ট্যান্ড থেকে। যা পরদিন ফের দুপুর দুটা নাগাদ থেকে দীঘা থেকে ছাড়বে। অন্যদিকে ৫২ সিটের শিলিগুড়ি গামি সাধারণ বাসটি প্রতিদিন ভোর ৫ টায় বালুরঘাট ছেড়ে শিলিগুড়ি পৌঁছে ওইদিন দুপুর ১ টায় ফের শিলিগুড়ি থেকে রওনা হয়ে বালুরঘাটে ফিরবে বাসটি। যদিও প্রথমবারের জন্য শীততাপ নিয়ন্ত্রিত দীঘাগামি ওই ভলভো বাস পেয়ে উচ্ছ্বসিত হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলার মানুষ।

উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগমের চেয়ারম্যান পার্থ প্রতিম রায় বলেন, রাজ্যের মুখ্যমন্ত্রীর হাত ধরে দীঘাগামি ছয়টি বাস চালু হয়েছিল উত্তরবঙ্গের ছয়টি জেলা থেকে। যে তালিকায় বাদ পড়েছিল দক্ষিণ দিনাজপুর। নতুন চালু হওয়া ছয়টি বাসের মধ্যে ৫ টি লাভের সাথে চললেও, মালদা থেকে চলা বাসটি কিছুটা যাত্রী সমস্যায় ভুগছিল। তাই সেই বাসটিকে বালুরঘাট থেকে চালাবার সিদ্ধান্ত নিয়েই এদিন তার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here