দুর্গাপুজোর আগেই পুজো উদ্যোক্তাদের বোনাস ঘোষণা মুখ্যমন্ত্রীর

0
131

দুর্গাপুজোর আগেই পুজো উদ্যোক্তাদের বোনাস ঘোষণা মুখ্যমন্ত্রীর, ক্লাবপিছু অনুদান এক লক্ষ দশ হাজার টাকা

বালুরঘাট, ৩১ জুলাই —- দুর্গোৎসবের আগেই খুশির হাওয়া রাজ্যের ক্লাব মহলে। বৃহস্পতিবার রাজ্যজুড়ে ক্লাব প্রতিনিধিদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেন, এবার পুজো আয়োজক ক্লাবগুলিকে দেওয়া হবে এক লক্ষ দশ হাজার টাকা করে অনুদান। যে ঘোষণামাত্রই উচ্ছ্বাসে ফেটে পড়েন উপস্থিত পুজো উদ্যোক্তারা।

এদিন যে বৈঠকে দক্ষিণ দিনাজপুর জেলার ক্লাবগুলিও অংশ নেয়। বালুরঘাট মহকুমার পুজো কমিটিগুলির সঙ্গে মুখ্যমন্ত্রীর ভার্চুয়াল বৈঠক হয় বালুছায়া সভাঘরে। যে বৈঠকে উপস্থিত ছিলেন জেলাশাসক বিজিন কৃষ্ণা, পুলিশ সুপার চিন্ময় মিত্তাল, ডিএসপি বিক্রম প্রসাদ প্রমুখ। গঙ্গারামপুর মহকুমার পুজো কমিটিগুলির বৈঠক হয় বুনিয়াদপুরে।

রাজ্যের সংস্কৃতি রক্ষায় এবং পাড়ার উৎসবকে ঘিরে সামাজিক উদ্যোগকে আরও মজবুত করতেই এই অনুদান—এমনটাই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। পুজোর আগে সরকারি এই আর্থিক সহায়তা যে উদ্যোক্তাদের উৎসাহ আরও বাড়াবে, তা বলাই বাহুল্য।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here