পালিত হল “বিশ্ব জলে ডোবা প্রতিরোধ দিবস” ২০২৫

0
65

পালিত হল “বিশ্ব জলে ডোবা প্রতিরোধ দিবস” ২০২৫

২৫ই জুলাই বিশ্ব জলে ডোবা প্রতিরোধ দিবসকে সামনে রেখে আজ ২৮ শে জুলাই, ২০২৫ চাইল্ড ইন নিড ইন্সটিটিউট (সিনি)-র পরিচালনায় বংশীহারী হাইস্কুলে পালিত হলো “বিশ্ব জলে ডোবা প্রতিরোধ দিবস”। এবারের থিম ছিল- “Your Story Can Save a Life” (“আপনার গল্প বাঁচাতে পারে একটি প্রাণ”)। এই কর্মসূচীর উদ্দেশ্য ছিল মানুষকে সচেতন করা যাতে, আর একটিও জলে ডুবে মৃত্যু না ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-

বংশীহারী ব্লকের এ.এন.এম- টিনা সিংহ রায় ও পিংকি তরফদার দাস
বংশীহারী ব্লকের ব্লক প্রোগ্রাম কো-অরডিনেটর (আশা)- জ্যোৎস্না মুর্মু
বংশীহারী উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক- অমিত ঘোষ
বংশীহারী উচ্চ বিদ্যালয় এর সহকারী শিক্ষক- বাপি সরকার
বুনিয়াদপুর পৌরসভার পৌরপিতা- কমল সরকার
নারী মুক্তি মহিলা সমিতির চিফ কো-অরডিনেটর- শ্রী প্রনব কুমার বসাক, ডাওনিং প্রিভেনশন প্রোজেক্টের কো-অরডিনেটর- গৌতম হালদার সহ সকল মাস্টার ট্রেইনাররা। এছাড়াও আশা কর্মী সহ ১৬০ জনেরও বেশি মানুষ।

অনুষ্ঠানের শুরুতে প্রদীপ প্রজ্জলন করে, প্রধান অতিথিদের ফুলের তোড়া ও উত্তরীও পরিয়ে বরণ করা হয়। এরপর এলাকার মানুষদের সচেতনতার বার্তা দেওয়ার জন্য পোস্টার, ব্যানার হাতে একটি পথযাত্রা করা হয়। সেই পথযাত্রায় উক্ত স্কুলের প্রধান শিক্ষক সহ প্রায় ১০০ জন ছাত্র-ছাত্রী, আশা কর্মী, গ্রামের সাধারন মানুষ পা মেলান। আজকের এই অনুষ্ঠানে লোকগানের মাধ্যমে জলে ডোবা প্রতিরোধ বিষয়ে সচেতন করা হয়। এছাড়াও উপস্থিত মানুষদের সামনে এই দিনটির বিষয়ে সচেতনতার বার্তা সহ ছোটো শিশুদের দ্বারা একটি নাটক, ছড়া, কবিতা পাঠ উপস্থাপিত হয়। এছাড়াও বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী, প্রতি বছর বিশ্বে ৩ লক্ষেরও বেশি মানুষ জলে ডুবে মারা যায়। WHO (হু) বলছে, ডুবে যাওয়া মৃত্যুর ৮০ শতাংশই প্রতিরোধযোগ্য এবং এই প্রতিরোধের জন্য প্রয়োজন- শিশুদের জন্য নিয়মিত সুরক্ষিত স্থানে নজর রাখা, সাঁতার শেখানো, জলাশয়ের চারিদিকে ব্যারিকেড বা গার্ড দেওয়া, সিপিআর বা জীবন বাঁচানোর প্রাথমিক প্রশিক্ষণ ইত্যাদি। এরপর প্রত্যন্ত গ্রামের মহিলারা যারা সিপিআর প্রশিক্ষণ পেয়েছেন তারা তাদের অভিজ্ঞতা শোনান। জলে ডুবে মৃত্যু হয়েছে এমন দুর্ঘটনাগ্রস্থ পরিবারের মানুষজনও তাদের দুঃখজনক ঘটনার কথা শোনান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here