গঙ্গারামপুরে খুঁটি পুজোর মাধ্যমে দুর্গাপুজোর সূচনা নাট্য সংসদ ক্লাবের
শীতল চক্রবর্তী, বালুরঘাট, ২৭ জুলাই:৩৫তম বর্ষে পদার্পণ করল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরের সাংস্কৃতিক সংগঠন নাট্য সংসদ ক্লাবের দুর্গাপুজো। রবিবার দুপুরে গঙ্গারামপুর বিডিও অফিস সংলগ্ন এলাকায় খুঁটি পুজোর মধ্য দিয়ে এবারের দুর্গোৎসবের প্রস্তুতি শুরু হয়।তাদের এবারের থিম ‘আত্মশুদ্ধি’, যার মাধ্যমে দর্শনার্থীদের কাছে আত্মসমালোচনা ও আত্মজিজ্ঞাসার বার্তা পৌঁছে দিতে চায় ক্লাবটি।
পুরোহিতের মন্ত্রোচ্চারণে খুঁটি পুজো সম্পন্ন হওয়ার পর শুরু হয়েছে প্রতিমা নির্মাণ ও প্যান্ডেল তৈরির কাজ।ক্লাব সূত্রে জানা গেছে,প্রায় ১৬ লক্ষ টাকা বাজেটে থিম, আলোকসজ্জা,মণ্ডপ নির্মাণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে থাকবে একাধিক চমক। পূজার দিনগুলিতে দর্শনার্থীদের নিরাপত্তা ও ভিড় নিয়ন্ত্রণে বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে।
খুঁটি পুজোর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ক্লাব সভাপতি তথা ১৮নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুভাষ কুন্ডু, সম্পাদক অরিন্দম সরকার,কোষাধ্যক্ষ শুভদীপ গুহ এবং অন্যান্য সদস্য ও স্থানীয় বাসিন্দারা।
সভাপতি সুভাষ কুন্ডু বলেন, “পুজো দর্শনার্থীদের আমরা ভিন্নধর্মী পুজোর উপহার দেব। সবেতেই থাকবে চমক।” ক্লাবের সম্পাদক অরিন্দম সরকার,কোষাধ্যক্ষ শুভদীপ গুহরা জানান, “আমাদের পুজো এবছরও বিশেষ আকর্ষণ হবে, আমরা আবারও সেরা হব।”