ধানরোপর সময় বজ্রাঘাতে মৃত্যু কৃষকের, শোকের ছায়া কুমারগঞ্জে

0
166

ধানরোপর সময় বজ্রাঘাতে মৃত্যু কৃষকের, শোকের ছায়া কুমারগঞ্জে

বালুরঘাট, ২৪ জুলাই —– ধানরোপনের সময় বজ্রাঘাতে মৃত্যু হল এক কৃষকের। বৃহস্পতিবার সকালবেলা মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুরের কুমারগঞ্জ ব্লকের মোহনা গ্রাম পঞ্চায়েতের ভগবতীপুর এলাকায়। মৃতের নাম কমল সরকার (৫৪)।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালবেলায় রোজকার মতো নিজের জমিতে ধান রোপনের কাজে গিয়েছিলেন কমলবাবু। হঠাৎই শুরু হয় ঝড়-বৃষ্টি। জমি ছেড়ে বাড়ির দিকে ফিরছিলেন তিনি, সেই সময় আচমকাই বাজ পড়ে সোজা তাঁর উপর। মুহূর্তে লুটিয়ে পড়েন মাঠেই। চাষের ফাঁকে দূরে দাঁড়িয়ে থাকা কয়েকজন গ্রামবাসী ছুটে যান তাঁকে তুলতে। তড়িঘড়ি তাঁকে নিয়ে যাওয়া হয় কুমারগঞ্জ ব্লক স্বাস্থ্য কেন্দ্রে। কিন্তু সেখানে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এরপরেই মৃত দেহ পাঠানো হয় বালুরঘাট জেলা হাসপাতালে ময়নাতদন্তের জন্য।

এদিকে এই আকস্মিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই শোকস্তব্ধ হয়ে পড়ে গোটা ভগবতীপুর। মৃত কৃষকের দাদা বাবলু সরকার জানান, “জমিতে ধান রোপন করছিল ভাই। আচমকা বাজ পড়ে ঘটনাস্থলেই ওর মৃত্যু হয়। পরিবারের একমাত্র রোজগেরে ছিল সে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here