বোলেরো গাড়ির ও লড়ির মুখোমুখী সংঘর্ষে মৃত্যু হলো বোলেরো চালকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত বুনিয়াদপুর শহরে ১৪ নাম্বার ওয়ার্ড নালপুকুর এলাকায়।
মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হলো এক বোলেরো গাড়ির চালকের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার বংশীহারী থানার অন্তর্গত নালপুকুর এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত ওই বুলের চালকের নাম সঞ্জিত ভূইমালি বয়স ৩৮ বছর, বাড়ি বুনিয়াদপুর শহরের ৮ নম্বর ওয়ার্ড রামকৃষ্ণাল্লী। পেশায় তিনি তপশিলি জাতি আদিবাসী প্রাক্তন সৈনিক কৃষি বিকাশ শিল্প কেন্দ্র সংস্থার ড্রাইভার হিসেবে কর্মরত ছিলেন। ড্রাইভার সঞ্জিত ভুইমাল পরিবারের সঙ্গে দেখা করতে কিছু দিন আগে দিল্লি গিয়েছিলেন, সেখান থেকে এক দিন আগেই বাড়ি ফিরেছেন বলে পরিবার সূত্রে খবর। তিনি বাড়ি থেকে বোলেরো গাড়িটি ধোয়ানর জন্য নিয়ে যাচ্ছিল ধুমসাদিঘীর দিকে। সরাই হাট রাইস মিলের গম বোঝাই একটি লড়ি মালদার দিক থেকে বুনিয়াদপুরের দিকে আসার পথে NH ৫১২ নম্বর জাতীয় সড়কের উপর নলপুকুড় এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে। ঘটনাস্থলে মৃত্যু হয় বোলেরো গাড়ির চালকের। ঘটনায় জানবহন চলাচল বন্ধ হয়ে যায়। ঘটনার খবর পেয়ে ছুটে আসে বংশীহারী থানার পুলিশ, ও পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। পুলিশ বুলেরো গাড়ির চালককে উদ্ধার করে রশিদপুর গ্রামীন হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়ে পুরো ঘটনার তদন্ত শুরু করেন।
এই বিষয়ে স্থানীয় দুই বাসিন্দা রুহিতম দেবশর্মা ও হারাদন সরকার জানিয়েছেন বলেরো ও লরির মুখোমুখি সংঘর্ষ ঘটে নলপুকুর এলাকায়। ঘটনায় মৃত্যু হয় বলেরো চালকের। ঘটনার পর বন্ধ হয়ে যায় জান চলাচল ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসেন।