সুকান্তর গড় থেকেই শমিককে ‘চরিত্রহীন’ তকমা!

0
84

সুকান্তর গড় থেকেই শমিককে ‘চরিত্রহীন’ তকমা! দল ছাড়ার হুমকি ৬ হাজার বিজেপি কর্মীর, ভাইরাল চিঠি ঘিরে হুলুস্থুল দক্ষিণ দিনাজপুর

বালুরঘাট, ৩ জুন ——বিজেপির রাজ্য নেতৃত্বে রদবদলের গুঞ্জনেই উত্তাল দক্ষিণ দিনাজপুর। আর তার মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল এক বিস্ফোরক চিঠি ঘিরে কার্যত আগুন জ্বলছে সুকান্ত মজুমদারের নিজের জেলাতেই। প্রাক্তন জেলা সভাপতি বিনয় বর্মনের স্বাক্ষরযুক্ত ওই চিঠিতে শমিক ভট্টাচার্যকে ‘চরিত্রহীন’, ‘সুবিধাবাদী’ ও ‘নারী-যোগে কলঙ্কিত’ বলে কটাক্ষ করে দলের রাজ্য সভাপতি পদে তাঁর নিয়োগে সরাসরি আপত্তি জানানো হয়েছে। হুঁশিয়ারি দেওয়া হয়েছে—৬ হাজার কর্মী দল ছাড়বেন!

চিঠিতে লেখা রয়েছে, “শমিক ভট্টাচার্য এমন একজন ব্যক্তি, যার নামে একাধিক নারীর সঙ্গে অবৈধ সম্পর্ক, শ্লীলতাহানির অভিযোগ রয়েছে। যিনি কোনওদিন বড় কোনও ভোটে লড়েননি। তাঁকে রাজ্য সভাপতির আসনে বসানো হলে, তা হবে আদর্শের প্রতি বিশ্বাসঘাতকতা।” এরসঙ্গে দাবি করা হয়েছে, “আমরা এখনও সুকান্ত মজুমদারের অনুগামী। শমিককে নেতা হিসেবে মানা অসম্ভব।”

চিঠিটি জেপি নাড্ডাকে উদ্দেশ্য করে বিজেপির দক্ষিণ দিনাজপুর জেলা কমিটির লেটারহেডে লেখা হয়েছে বলেই ভাইরাল হয়েছে। শেষাংশে ‘বালুরঘাটের বিজেপি কর্মীবৃন্দ’ এবং প্রাক্তন সভাপতি বিনয় বর্মনের নাম থাকায় বিতর্কে তুঙ্গে উঠে এসেছে তাঁর ভূমিকাও।

যদিও এই ঘটনার সত্যতা অস্বীকার করেছে জেলা বিজেপি। বর্তমান সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, “চিঠি ভুয়ো। প্যাড-সই সব জাল। এটা বিজেপিকে কলঙ্কিত করার তৃণমূলি চক্রান্ত।”

প্রতিক্রিয়ায়, তৃণমূল অবশ্য একে ‘বিজেপির গোষ্ঠীকলহের রক্তক্ষরণ’ বলেই কটাক্ষ করেছে। বালুরঘাট টাউন তৃণমূল সভাপতি প্রীতম রাম মন্ডলের কথায়, “দিলীপ ঘোষের পর এখন শমিক! বিজেপির ‘ভিতরে ভিতরে’ আগুন জ্বলছে। আমরা তো এতদিন শুনতাম তৃণমূলেই গোষ্ঠীদ্বন্দ্ব, এবার চিঠিতে চিঠিতে পর্দা ফাঁস!”

এদিকে প্রাক্তন সভাপতি বিনয় বর্মন বলেন, “এইসব কুৎসা আমাদের সংগঠনের উত্থান ঠেকাতে বানানো হচ্ছে। আমরা আইনত পদক্ষেপ নেব।”

চিঠির উৎস যে-ই হোক, শমিক ভট্টাচার্যর নাম সামনে আসতেই দক্ষিণ দিনাজপুর বিজেপিতে যে প্রবল ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে, তা আর অস্বীকার করার জায়গায় নেই।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here