আলিপুরদুয়ারে শুরু হল উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের থেকে সুইমিং পুল নির্মাণের কাজ। আলিপুরদুয়ার জেলা সদরে সুইমিং পুল নির্মাণের দাবি দীর্ঘদিনের ছিল। ৫ কোটি টাকার বেশি খরচ করে এদিন কাজের সূচনা হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ১ বছরের মধ্যে কাজটি সম্পুর্ন হবে।
উদ্বোধনি অনুষ্ঠানে উদয়ন গুহ এদিন কেন্দ্রের বিজেপি সরকারের কড়া সমালোচনা করেছেন।পাশাপাশি উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মাধ্যমে কিভাবে উন্নয়নের কাজ চলছে তাও তুলে ধরেন। উদয়ন গুহ বলেন, “মুখ্যমন্ত্রী আমাকে যেমন নির্দেশ দিয়েছেন, সেই অনুযায়ী উত্তরবঙ্গ জুরে কাজ করছি। আমরা আলিপুরদুয়ার জেলার প্রতিটি বিধানসভা কেন্দ্রকে সমান গুরুত্ব দিচ্ছি। এটা ঠিক আলিপুরদুয়ার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে একজনও বিধায়ক দিতে পারেনি।তবে মুখ্যমন্ত্রী থেমে থাকেননি। আলিপুরদুয়ার জেলার ৫ টি বিধানসভার জন্য ২৪৫ কোটি টাকার কাজ করছে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তর। সুইমিং পুলের কাজটি টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে বিশেষজ্ঞ সংস্থাকে দিয়ে করানো হচ্ছে। সুইমিং পুলের বিষয়টিতে খুশির হাওয়া ছড়িয়েছে জেলা সদরে। ইতিমধ্যেই সুইমিং পুল ক্লাবও তৈরি হয়ে গেছে বলে জানা গিয়েছে।”