চাকরি চুরির প্রতিবাদে বালুরঘাট উত্তাল, শাসকদলের বিরুদ্ধে স্লোগানে মুখর বিজেপি মিছিল
বালুরঘাট, ২৫ জুন —- চাকরি কেলেঙ্কারিতে যুক্তদের শাস্তি, মহিলাদের উপর নির্যাতন বন্ধ সহ পনেরো দফা দাবিতে বালুরঘাটে বিক্ষোভ মিছিল করল বিজেপি। বুধবার বিকেলে শহরের মাদার টেরিজা মোড় থেকে শুরু হয়ে বাসস্ট্যান্ড ঘুরে থানা মোড় পর্যন্ত এই মিছিলে অংশ নেন শতাধিক বিজেপি কর্মী-সমর্থক। শাসকদলের বিরুদ্ধে নানা স্লোগানে মুখর হয় গোটা শহর।
মিছিলে নেতৃত্ব দেন বিজেপির রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। থানামোড়ে পৌঁছে জেলা শাসকের উদ্দেশে একটি ডেপুটেশন জমা দেন তিনি। অভিযোগ, রাজ্যে দুর্নীতি এখন চরমে। শিক্ষক নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে প্রশাসনের অচলাবস্থা— সবেতেই শাসকদলের ‘নোংরা হাত’ রয়েছে বলে দাবি বিজেপির।
সুকান্ত মজুমদার বলেন, শাসকদলের লাগামহীন দুর্নীতি, চাকরি চুরিদের শাস্তি সহ একাধিক দাবি নিয়েই এদিন আন্দোলন সংগঠিত করা হয়েছে।
বিজেপির এই প্রতিবাদ কর্মসূচিকে কেন্দ্র করে শহরে কড়া নিরাপত্তা বলয় গড়ে তোলে প্রশাসন।