তপন থানার গুলডাঙ্গায় তিনটি তাজা বোমা উদ্ধার
শীতল চক্রবর্তী,বালুরঘাট, ২২ জুন:দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার রামপাড়া চেঁচড়া গ্রাম পঞ্চায়েতের গুলডাঙ্গা এলাকায় তিনটি তাজা বোমা উদ্ধার করেছে পুলিশ। ঘটনার জেরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, প্রায় তিন মাস আগে, গত ৩০ মার্চ মফিজ মিঞার ছেলে সাইদুল মিঞা এবং একই এলাকার বাসিন্দা আব্দুল মালেক ও তোফিজ মিঞার মধ্যে বোমা ফাটানোকে কেন্দ্র করে বিবাদ হয়েছিল।সেই ঘটনার জেরে থানায় লিখিত অভিযোগও দায়ের হয়। প্রাথমিকভাবে পুরনো বিবাদ এবং আর্থিক লেনদেন ঘিরেই এই উত্তেজনার সূত্রপাত বলে অনুমান পুলিশের।শনিবার রাতে ওই বিবাদের জেরেই দু’পক্ষের মধ্যে বোমাবাজির ঘটনা ঘটে বলে স্থানীয় সূত্রের দাবি।ঘটনার খবর পেয়ে তপন থানার পুলিশ তৎপর হয়ে অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে তিনটি তাজা বোমা উদ্ধার করে।
তপন থানার আইসি জানান, “ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া বোমাগুলি চূড়লেও ফাটেনি।বোমাগুলি উদ্ধার করে পুলিশের হেফাজতে নিয়ে জলে ডুবিয়ে নিষ্ক্রিয় করা হয়েছে।”
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।এলাকা যাতে আর উত্তপ্ত না হয়,সেদিকে নজর রাখা হচ্ছে বলেও প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।