বড় বাজারে দীঘার জগন্নাথ মন্দিরে প্রসাদ বিতরণ করা হলো রেশন দোকানের মধ্য দিয়ে

0
31

রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে রেশন ডিলারদের মধ্য দিয়ে গঙ্গারামপুর পৌরসভা ৭নম্বর ওয়ার্ডের বড় বাজারে দীঘার জগন্নাথ মন্দিরে প্রসাদ বিতরণ করা হলো রেশন দোকানের মধ্য দিয়ে, উপস্থিত থাকলেন বিশিষ্টজনেরা, করা হলো নাম সংকীর্তনও,মুখ্যমন্ত্রীর উদ্যোগে সাধুবাদ জানালেন সকলেই শীতল চক্রবর্তী বালুরঘাট ২০ জুন দক্ষিণ দিনাজপুর।রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশে রেশন ডিলারদের মাধ্যমে দীঘার জগন্নাথ মন্দিরের প্রসাদ বিতরণ করা হলো রেশন ডিলারের মধ্য দিয়ে ওয়ার্ডের বাসিন্দাদের।করা হলো নাম সংকীর্তনও। শুক্রবার সকালে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর পৌরসভা ৭নম্বর ওয়ার্ডে রেশন ডিলার তথা রেশন সংগঠনের রাজ্যের নেতার দোকান থেকেই রেশন গ্রাহকদের জগন্নাথ মন্দির প্রসাদ বিতরণ করা হয়। সেখানে রেশন সংগঠনের জেলার নেতা তথা দোকানের মালিক,ওয়ার্ডের কাউন্সিলার,পুরসভার একাধিক আধিকারিক ,কলেজের অধ্যক্ষ,সমাজসেবী থেকে বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।প্রসাদ পেয়ে সাধুবাদ জানালেন রেশনের গ্রাহক তথা এলাকাবাসীরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে। দীঘার জগন্নাথ মন্দির প্রতিষ্ঠার পরেই রাজ্যের মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন রাজ্যের প্রতিটি বাসিন্দাদের পরিবারের তিনি প্রসাদ পাঠাবেন।সেই দায়িত্ব তুলে দেওয়া হয় রেশন ডিলারদের সংগঠন নেই মধ্য দিয়ে। শুক্রবার সকালে গঙ্গারামপুর পৌরসভার ১০নম্বর ওয়ার্ডে বড়বাজারে রেশন ডিলার দোকানের মালিক তথা রেশন সংগঠনের রাজ্য নেতা ,এজেলার রেশন সংঘঠনের সভাপতি কমলেশ ফৌজদারের দোকান থেকেই দীঘা জগন্নাথ মন্দিরে প্রসাদ বিলি করা হয়।সেখানে উপস্থিত ছিলেন দোকান মালিক কমলেশ ফৌজদার ছাড়াও ১০ওয়ার্ডের কাউন্সিলর রিতা চক্রবর্তী, প্রাক্তন কাউন্সিলর তুলসীপ্রসাদ চৌধুরী, কলেজের অধ্যক্ষ দেবব্রত দাস,পুরসভার বড়বাবু শ্যামল সাহা,পৌরসভার কর্মী জগন্নাথ বসাক সহ আরো অনেকেই। দোকানের মালিক কমলেশ কমলেশ ফৌজদার বলেন,”মুখ্যমন্ত্রীর নির্দেশ আমরা প্রচার বিতরণ করেছি। সকলের মঙ্গল কামনা করা হয়েছে জগন্নাথ দেবের কাছে।ধন্যবাদ জানাই রাজ্যে মুখ্যমন্ত্রীকে।” ১০নম্বর ওয়ার্ডের কাউন্সিলর রিতা চক্রবর্তী বলেন,” ওয়ার্ডের সকলেই ভাল থাক সেই কামনা করেই প্রসাদ বিতরণ করা হয়েছে। সকলেই প্রসাদ পাবেন।” গঙ্গারামপুর কলেজের অধ্যক্ষ দেবব্রত দাস ও পৌরসভার বড়বাবু শ্যামল সাহারা বলেন,”ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রী ও রেশন ডিলারদের।ভালো লাগছে এমন অনুষ্ঠানে এসে,পৌরসভা পাশে রয়েছে।” প্রসাদ পেয়ে রেশন দোকানে গ্রাহক ও প্রাক্তন কাউন্সিলর তুলসী প্রসাদ চৌধুরীরা ও আরেক গ্রাহক জানালেন,” ধন্যবাদ জানাই মুখ্যমন্ত্রীকে এমন উদ্যোগ নেওয়ার জন্য।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here