“মুখ্যমন্ত্রীর নির্দেশ উড়িয়ে বদলি! পুলিশের ভিতরে ক্ষোভের আগুন, বিস্ফোরক অভিযোগ রাজ্য নেতার”

0
39

“মুখ্যমন্ত্রীর নির্দেশ উড়িয়ে বদলি! পুলিশের ভিতরে ক্ষোভের আগুন, বিস্ফোরক অভিযোগ রাজ্য নেতার”

বালুরঘাট, ১৮ জুন —— মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অমান্য করেই চলছে পুলিশ কর্মীদের রদবদল—বিস্ফোরক অভিযোগ পশ্চিমবঙ্গ পুলিশ ওয়েলফেয়ার কমিটির রাজ্য কনভেনর বিজিতেশ্বর রাউতের। বুধবার বালুরঘাটের রবীন্দ্র ভবনে আয়োজিত দক্ষিণ দিনাজপুর জেলা পুলিশ ওয়েলফেয়ার কমিটির তৃতীয় বার্ষিক সভা থেকেই এই অভিযোগ করেন তিনি।

তার কথায়, “২০১৩ সালে মুখ্যমন্ত্রী নিজে জানিয়েছিলেন, ১৫ বছর পরিষেবা দেওয়া এএসআই পর্যায়ের কর্মীরা নিজেদের জেলায় কাজ করার সুযোগ পাবেন। মহিলারা প্রথম থেকেই নিজের জেলাতেই থাকবেন। কিন্তু বাস্তবে এই নির্দেশ মানা তো দূরের কথা, পরিকল্পিতভাবে তা লঙ্ঘন করা হচ্ছে।”

এদিনের যে সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার চিন্ময় মিত্তল, ডিএসপি সদর বিক্রম প্রসাদ-সহ একাধিক আধিকারিক। সাংবাদিকদের প্রশ্নে রীতিমতো ক্ষোভ উগরে দেন বিজিতেশ্বরবাবু। তার অভিযোগ, পুলিশ বাহিনীর একাংশ ইচ্ছাকৃতভাবে এই নির্দেশিকাকে অগ্রাহ্য করছে। ফলত, পুলিশকর্মীদের মধ্যে জমছে ক্ষোভ ও হতাশা। এমনকি পুলিশ প্রশাসনের উচ্চপদস্থ একাধিক আধিকারিকের বিরুদ্ধে ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগও তোলেন তিনি।

তাঁর দাবি, “নিয়মবহির্ভূত বদলির ফলে বহু পুলিশ কর্মী পেশাগত ও পারিবারিকভাবে বিপর্যস্ত। আমরা সংগঠনের পক্ষ থেকে লিখিতভাবে অভিযোগ জানিয়েছি। উচ্চমহলের হস্তক্ষেপ না হলে আন্দোলনের পথে যেতে বাধ্য হব।”

বদলি নিয়ে খোদ রাজ্য নেতার এমন অভিযোগ ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসনিক মহলেও।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here