ডিম বিতরণে আপত্তি, প্রতিবাদ করায় অঙ্গনওয়াড়ি কর্মীকে রক্তাক্ত মার! থানায় অভিযোগ দিদিমনির বিরুদ্ধে

0
11

ডিম বিতরণে আপত্তি, প্রতিবাদ করায় অঙ্গনওয়াড়ি কর্মীকে রক্তাক্ত মার! থানায় অভিযোগ দিদিমনির বিরুদ্ধে

বালুরঘাট, ১৮ জুন —-অঙ্গনওয়াড়ী সেন্টার থেকে শিশুর মা কে ডিম দিতে আপত্তি! প্রতিবাদ করায় প্রবীণ অঙ্গনওয়াড়ি কর্মীকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে দিদিমনি মিনতি সাহার বিরুদ্ধে। ঘটনায় রক্তাক্ত আহত কর্মী নন্দা পাল বর্তমানে বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বুধবার সকালে, বালুরঘাট শহরের ভেনাসকালী মন্দির পাড়া এলাকার ৯৪ নম্বর অঙ্গনওয়াড়ি সেন্টারে। অভিযোগ, সেন্টারে আসা এক শিশুর মা পম্পা মাহাত ডিম চাইতে গেলে, তা দিতে অস্বীকার করেন দিদিমনি মিনতি সাহা। এমনকি একটিমাত্র ডিম পা দিয়ে ভেঙে দেওয়ারও অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই দৃশ্য মোবাইল ক্যামেরায় বন্দি করতে গেলে বাধা দেন দিদিমনি। দরজা বন্ধ করতে গিয়ে কর্মী নন্দা পালের সঙ্গে বচসা বাধে, আর সেখান থেকেই মারধর শুরু। মাথা ফেটে রক্তাক্ত হন অঙ্গনওয়াড়ি কর্মী।

নন্দা পালের ছেলে দীপ পাল অভিযোগ করেন, “দীর্ঘদিন ধরেই দিদিমনি শিশুদের খাবার চুরি করে বিক্রি করছিলেন। মা প্রতিবাদ করতেন বলেই এদিন পরিকল্পিতভাবে মারধর করা হয়েছে। মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে। আমরা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছি।”

যে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নেমেছে বালুরঘাট থানার পুলিশ। যদিও নিজের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছেন দিদিমনি মিনতি সাহা।

স্থানীয় বাসিন্দাদের একাংশের দাবি, সেন্টারের অভ্যন্তরীণ অনিয়ম এবং খাদ্য বিতরণে দুর্নীতির বিষয়টি দীর্ঘদিন ধরেই চাপা থাকলেও এবার তা প্রকাশ্যে এল। প্রশাসনের হস্তক্ষেপ ও অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here