৭৫ বছরে পদার্পণ বালুরঘাট পৌরসভার! ইতিহাসকে সাক্ষী রেখে শহরজুড়ে রঙের উৎসব

0
104

৭৫ বছরে পদার্পণ বালুরঘাট পৌরসভার! ইতিহাসকে সাক্ষী রেখে শহরজুড়ে রঙের উৎসব

বালুরঘাট, ১৮ জুন —–বালুরঘাট শহরের গর্ব—পৌরসভার ৭৫ বছরের ঐতিহাসিক সফর। সেই উপলক্ষে বুধবার সকালে শহরের বুকে বেরোল এক বর্ণাঢ্য শোভাযাত্রা। সবুজ পতাকা নাড়িয়ে শোভাযাত্রার সূচনা করেন পৌরসভার চেয়ারম্যান অশোক মিত্র। তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন অন্যান্য পৌর কাউন্সিলর ও পুরকর্মীরা।

পুরসভার সামনের প্রাঙ্গণ থেকে শুরু হয়ে গোটা শহর পরিক্রমা করে শোভাযাত্রা। চোখ ধাঁধানো ট্যাবলো ও থিমে ফুটে ওঠে শহরের ইতিহাস, সংস্কৃতি আর ঐতিহ্যের গৌরবগাথা। পথচলতি মানুষ মুগ্ধ হয়ে দেখেন এই বিশেষ আয়োজন।

চেয়ারম্যান জানান, এদিনই শুধু নয়, সারা বছর ধরেই পৌরসভার প্ল্যাটিনাম জয়ন্তী উপলক্ষে চলবে নানা অনুষ্ঠান ও প্রকল্প। সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি বহিরাগত শিল্পীদের নিয়ে বিশেষ সন্ধ্যার ব্যবস্থাও রাখা হয়েছে।

৭৫ বছরের এই পর্ব এক ঐতিহাসিক অধ্যায়ের স্মারক হয়ে রইল শহরের মাটিতে। পৌরসভা জানিয়েছে, শহরের উন্নয়ন ও ঐতিহ্য রক্ষার বার্তা নিয়েই এগিয়ে চলবে আগামী দিনের উদ্‌যাপন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here