গঙ্গারামপুরে প্রাক্তন বিধায়কের উপর হামলা! বিরোধী শুন্য এলাকাতেই গোষ্ঠী কোন্দলের গন্ধ উস্কালেন গৌতম
বালুরঘাট, ৪ জুন —- বিরোধী শূন্য এলাকায় প্রাক্তন বিধায়কের উপর হামলা, আর তাতেই ফের রাজনৈতিক উত্তাপ দক্ষিণ দিনাজপুরে। জলিলপুরে তৃণমূলেরই গোষ্ঠী কোন্দল কি তবে এবার প্রকাশ্যে? এমনই জল্পনা উস্কে দিলেন গঙ্গারামপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক ও প্রাক্তন জেলা সভাপতি গৌতম দাস।
সোমবার রাতে ডিটল থেকে বাড়ি ফেরার পথে জলিলপুর এলাকায় তাঁর গাড়ি ঘিরে ধরে অতর্কিতে হামলা চালায় একদল দুষ্কৃতী—এমনই অভিযোগ প্রাক্তন বিধায়কের। জানান, একটি গাড়ি তাঁর গাড়ির গতিরোধ করে হামলা চালায়। ঘটনায় তিনি আতঙ্কিত হয়ে পড়েন এবং মঙ্গলবার তপন থানায় লিখিত অভিযোগও দায়ের করেন। কিন্তু ঘটনার ২৪ ঘণ্টা পরেও গ্রেফতার হয়নি কেউ।
বুধবার দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে বালুরঘাটে জেলা পুলিশ সুপারের দপ্তরে হাজির হন গৌতমবাবু। এরপর সাংবাদিকদের মুখোমুখি হয়ে তাঁর মন্তব্যেই গোষ্ঠীদ্বন্দ্বের ইঙ্গিত স্পষ্ট হয়ে ওঠে। বলেন, “ওই এলাকায় বিরোধী বলতে কেউ নেই। সবই আমাদের দলের লোক।” এই উক্তিই যেন প্রশ্ন তুলে দেয়—তবে কি আক্রমণকারী তৃণমূলেরই কেউ?
তৃণমূলের জেলা সভাপতি সুভাষ ভাওয়াল অবশ্য বলেন, “গৌতমবাবু এখনও দলকে অফিসিয়ালি কিছু জানাননি। ফলে দলীয়ভাবে কিছু বলা সম্ভব নয়। তবে যে কোনও রাজনৈতিক নেতা আক্রান্ত হলে প্রশাসনের উচিত খুঁটিয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া।”
দলের প্রাক্তন শীর্ষনেতার উপর এই হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই অস্বস্তিতে জেলা তৃণমূল। আর প্রাক্তন বিধায়কের মন্তব্যে দলের অভ্যন্তরীণ কোন্দলের বিষয়টিও নতুন করে প্রকাশ্যে উঠে এল বলে মনে করছে রাজনৈতিক মহল।