প্রাক্তন বিধায়ক গৌতম দাসের গাড়ির ওপর অর্তকিত হামলার অভিযোগ তুললেন তিনি, তদন্তে পুলিশ

0
282

প্রাক্তন বিধায়ক গৌতম দাসের গাড়ির ওপর অর্তকিত হামলার অভিযোগ তুললেন তিনি, তদন্তে পুলিশ শীতল চক্রবর্তী বালুরঘাট ৩ জুন :-রাতের অন্ধকারে তৃণমূলের প্রাক্তন বিধায়ক গৌতম দাসের গাড়ির ওপর অর্তকিত হামলার অভিযোগ তুলেছেন গৌতম দাস।ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে তার বাড়ি তপনের রামপাড়া চাঁচড়া এলাকায়।চরম আতঙ্কিত হয়ে পড়েছেন গৌতম দাস ও তাঁর পরিবারের লোকজন।
দক্ষিণ দিনাজপুর জেলার তপন ব্লকের রামপাড়া চ্যাঁচড়া গ্রামের বাসিন্দা গৌতম দাস।তিনি প্রাক্তন গঙ্গারামপুরের বিধায়ক।প্রতিদিনের মত সোমবার রাতে গৌতম বাবু চারচাকা গাড়িতে চেপে ডিটলহাটের দিক থেকে বাড়ি ফিরছিলেন। গঙ্গারামপুর থানা পেরিয়ে তপন থানার জলিলপুরে যেতে অপর দিক থেকে রতনপুর মুখি একটি ছোট হাতি গাড়ি তাঁর গাড়ির সামনে এসে গতি থামিয়ে দেয়।সে সময় তাঁর গাড়ির চালকের মাথার ওপর এবং সামনে বিকট আওয়াজ হয় । ঘটনায় সামনে গাড়ির কাঁচ ভেঙে যায়। অভিযোগ,” ছোট চারচাকা গাড়ি থেকে অর্তকিত হামলা করা হয়েছে তাকে লক্ষ্য করে।এদিন দুপুর হতে গৌতম বাবু তপন থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।পাশাপাশি গৌতম দাসের কাছের মানুষজন থানায় হাজির হয়ে তদন্তের দাবি তোলেন।রাতের অন্ধকারে প্রাক্তন বিধায়কের গাড়িতে আর্তকিত হামলার ঘটনা জানাজানি হতে রাজনৈতিক মহলে ব্যাপক শোরগোল পড়েছে।
গঙ্গারামপুরের প্রাক্তন বিধায়ক গৌতম দাস অভিযোগ করে বলেন,”আমার ছেলে ইংলিশ মিডিয়াম স্কুলে লেখাপড়া করে।ছেলের টিউশনের জন্য প্রতিদিন সন্ধ্যায় আমাকে গঙ্গারামপুরে যেতে হয়। সোমবার রাতে ছেলের শরীর খারাপ ছিল।ছেলেকে চিকিৎসক দেখিয়ে বাড়ি নিয়ে আসি। তারপর আবার সন্ধ্যায় বুনিয়াদপুরে যাই। কিন্তু সোমবার রাতে আমার গাড়ির চালক না থাকায় এক বন্ধুর গাড়ি নিয়ে বেরিয়েছিলাম।বুনিয়াদপুরে কাজ শেষ করে ডিটলে এসে কিছু কেনাকাটা করি। তখন আমার প্রতিবেশি এক হাসপাতাল কর্মীর সঙ্গে দেখা হয়।মোটর বাইক না নিয়ে যাওয়ায় হাসপাতাল কর্মী আমার গাড়িতে ওঠে এবং তিনি গাড়ি চালাতে পারে। তাই ডিটল থেকে গাড়ি চালিয়ে আসছিল। আমি পেছনে বসে ছিলাম।সে সময় প্রচন্ড বৃষ্টি হচ্ছিল। গঙ্গারামপুর থানার পেরিয়ে তপন থানার জলিলপুরে পৌঁচ্ছে অপর দিক থেকে একটি ছোট চারচাকা হাতি গাড়ি আমাদের গাড়ি সামনে এসে গতি কমিয়ে দেয়। সেই সময় চালকের মাথার ওপর গাড়িতে বিকট আওয়াজ হয়। গাড়ির সামনের কাঁচ ভেঙে যায়।এতে আমি মনে করি আমার ওপর অর্তকিত হামলা করা হয়েছে। এই ঘটনায় আমি আতঙ্কিত। বিষয়টি পুলিশকে লিখিতভাবে জানিয়েছি, পুলিশ সঠিক তদন্ত করে ঘটনার রহস্য উন্মোচন করুক।”
এপ্রসঙ্গে জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি সুভাষ ভাওয়াল বলেন,গৌতম বাবু একজন প্রাক্তন বিধায়ক,তার গাড়িতে হামলার ঘটনা অত্যন্ত উদ্ধেগ জনক।
তপন থানার আইসি জনমারি ভিয়ান্নে লেপচা বলেন,”ঘটনার তদন্ত চলছে।”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here