বেপরোয়া বাইকের ধাক্কায় সাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু, শোকের ছায়া বালুরঘাটে
বালুরঘাট, ২ জুন —— বালুরঘাট শহরে ফের বেপরোয়া বাইকের তাণ্ডব। রবিবার রাতের চকভৃগু ব্রীজে ঘটে গেল এক হৃদয়বিদারক দুর্ঘটনা। সাইকেলে করে বাড়ি ফিরছিলেন খিদিরপুরের বাসিন্দা, পেশায় কাঠমিস্ত্রি রঞ্জন মহন্ত। আচমকাই তাঁকে পিছন থেকে ধাক্কা মারে একটি দ্রুতগতির মোটরবাইক। সজোরে ধাক্কায় ব্রিজেই লুটিয়ে পড়েন তিনি।
স্থানীয়রা সঙ্গে সঙ্গে তাঁকে উদ্ধার করে বালুরঘাট জেলা হাসপাতালে নিয়ে যান। তবে তাঁর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় সোমবারই তাঁকে কলকাতায় রেফার করেন চিকিৎসকরা। দুর্ভাগ্যবশত, বুনিয়াদপুর পৌঁছনোর আগেই প্রাণ হারান বছর চল্লিশের রঞ্জনবাবু।
দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে পলাতক ঘাতক বাইক আরোহী। থানামোড় সংলগ্ন এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে দোষীকে শনাক্ত করার দাবি তুলেছেন স্থানীয়রা। ইতিমধ্যে তদন্ত শুরু না হলেও, অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস।
এই মর্মান্তিক ঘটনার পর শোকের ছায়া নেমে এসেছে শহরজুড়ে। নিরাপত্তা ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে সাধারণ মানুষ।