প্যাডেল ফর প্লানেট’ ফিট ইন্ডিয়া সাইকেল যাত্রা শুরু শীতল চক্রবর্তী বালুরঘাট ১জুন। নিয়মিত সাইকেল চালাল বালুরঘাট সাইকেল কমিউনিটি অনেক অসুখ দূরে হতে পারে। সাইকেল কার্বন মুক্ত যান,তাই পরিবেশও দূষিত হয় না।সেই লক্ষ্যকে সামনে রেখেই বালুরঘাটে তৈরি হয়েছিল দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট সাইকেল কমিউনিটি।করোনা কালে প্রকৃতির গুরুত্ব যখন সর্বাধিক অনুভব করা যাচ্ছিল। সেই সময়ই পরিবেশবান্ধব যান হিসেবে সাইকেল চালানোকে আরো বেশি জনপ্রিয় করার জন্য পথ চলতে শুরু করেছিল বালুরঘাট সাইকেল কমিউনিটি। বালুরঘাটে দুই চাকা, চার চাকা যানবাহন বাড়ছে।অথচ এক সময় এই শহরে প্রচুর সাইকেল আরোহী দেখা যেত।
রবিবার বালুরঘাটে সাইকেল কমিউনিটির উদ্যোগে এবং পূর্ব বর্ধমান সাইক্লিং ক্লাব ও স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়ার সহযোগিতায় শহরে হল ‘প্যাডেল ফর প্লানেট’ ফিট ইন্ডিয়া সাইকেল যাত্রা শুরু হল।
রবিবার বালুরঘাটের স্টেট স্ট্যান্ড সংলগ্ন মহাত্মা গান্ধীর মূর্তির পাদদেশ থেকে সাইকেলে যাত্রা শুরু করে হিলি মোড়, পাওয়ার হাউজ, ট্যাংক মোড় হয়ে থানা মোড়ে সাইকেল যাত্রা শেষ হয়।সাইকেল যাত্রার কমান্ডার ছিলেন বিজন সরকার। এছাড়া অংশ নেন বালুরঘাট সাইকেল কমিউনিটির কো-অর্ডিনেটর তুহিন শুভ্র মন্ডল,সনাতন প্রামাণিক, অঞ্জন কুমার দাস,তনুশিয়া মন্ডল, রুম্পা সিং, দীপঙ্কর বর্মণ সহ আরো অনেকেই।
বালুরঘাট সাইকেল কমিটির কো-অর্ডিনেটর তুহিনশুভ্র মন্ডল জানান'” সাইকেল যাত্রায় শিক্ষার্থী রাও অংশ নেয়।শরীর ও পরিবেশ সুস্থ রাখতে এই সাইকেল যাত্রার আয়োজন। প্রকৃতি ও পৃথিবীর সুস্থায়ী ভবিষ্যতের জন্য বেশি করে সাইকেল চালানোর বার্তা আমরা এভাবেই ছড়িয়ে যাবো।”