বালুরঘাটে সিআইটিইউ জেলা সম্মেলন, দুর্নীতির বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়ল জনসমাবেশ
বালুরঘাট, ৩০ মে —- বালুরঘাটে শুক্রবার সিআইটিইউ-এর জেলা সম্মেলনকে ঘিরে শহরজুড়ে সৃষ্টি হয় আন্দোলনের আবহ। সকাল থেকেই লাল পতাকা হাতে বর্ণাঢ্য মিছিলে রাস্তায় নামেন শত শত কর্মী-সমর্থক। মিছিলের পর থানা মোড় এলাকায় অনুষ্ঠিত হয় এক প্রকাশ্য সভা, যেখানে বক্তব্য রাখেন সিপিএম নেতা শতরূপ ঘোষ সহ একগুচ্ছ বাম নেতৃত্ব। সভা থেকে কেন্দ্র ও রাজ্য সরকারের দুর্নীতি, বেকারত্ব, মূল্যবৃদ্ধি ও শ্রমিকস্বার্থ উপেক্ষার বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনা যায়। বক্তারা বলেন, শ্রমিকদের অধিকার রক্ষায় পথে নামা ছাড়া আর কোনও পথ নেই। দু’দিনব্যাপী এই সম্মেলনের সূচনাতেই বামেদের সাংগঠনিক শক্তি স্পষ্ট হয় জনজোয়ারে। শহরের প্রতিটি কোণ থেকে উঠে আসে একটাই স্লোগান—দুর্নীতির রাজনীতি আর চলবে না। সম্মেলনের মূল বার্তা, সংগঠনকে মজবুত করে শ্রেণিসংগ্রামে ঝাঁপাতে হবে সর্বস্তরে।