মাংস রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে পিটিয়ে খুন করার অভিযোগ স্বামীর বিরুদ্ধে- গ্রেফতার স্বামী,তদন্তে পুলিশ শীতল চক্রবর্তী বালুরঘাট ২৭মে :মাংস রান্না করতে দেরি হওয়ায় স্ত্রীকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে দক্ষিণ দিনাজপুর জেলার তপন থানার লস্করহাট শালককুড়ি গ্রামের।ঘটনার পর গুনধর স্বামী নগেন ওরাঁওকে(৬০)আটক করে জিঞ্জাসাবাদ শুরু করেছে তপন থানার পুলিশ।এমন ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকায়।ঘটনার পর এলাকার বাকি গৃহবধূদের মধ্যে ব্যাপক আতঙ্ক দেখা দিয়েছে। তপন থারার পুলিশ জানিয়েছে, মৃত ওই আদিবাসী গৃহবধুর নাম জেরকি ওরাঁও(৫০)।তার বাড়ি তপন থানার লস্করহাটের শালককুড়ি গ্রামে।
মৃতের পরিবার সূত্রে খবর,তপন থানার লস্করহাট শালককুড়ি গ্রামের বাসিন্দা নগেন ওরাঁও। তিনি পেশায় একজন সানাই বাদক।ছেলে ভিন রাজ্যে কাজ করে থাকেন বহুদিন আগে।বর্তমানে বৃদ্ধ দম্পতি বাড়িতে থাকেন। মৃতের পরিবার সূত্রের খবর, মঙ্গলবার বেশ কিছুটা মাংস নগেন বাজার থেকে মাংস এনে স্ত্রীকে রান্না করতে বলে বাড়ি থেকে বেরিয়ে যান।কিছুক্ষণ পর নগেন বাড়ি ফিরে দেখেন স্ত্রী মাংস রান্না করেনি,এমনকি স্ত্রী বাড়িতেও নেই।এরপর স্ত্রীকে খোঁজাখুঁজি শুরু করেন নগেন।তাকে খুঁজতে বেরিয়ে দেখেন পাড়াতে অন্য এক মহিলার সঙ্গে কথা বলছে জেরকি। অভিযোগ,” স্ত্রীকে দেখা মাত্রই বাঁশ দিয়ে মারতে শুরু করে।স্বামীর মারে স্ত্রী জেরকি রক্তাক্ত অবস্থায় সেখানেই মাটিতে লুটিয়ে পড়ে।পরিস্থিতি খারাপ বুঝতে পেরে এলাকা থেকে পালিয়ে যায় নগেন।খবর পেয়ে তপন থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁচ্ছে মৃত জেরকির দেহ উদ্ধার করে নিয়ে যায় তপন ব্লক গ্রামীণ হাসপাতালে।সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে।ঘটনার কথা জানাজানি হতেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। বিকেলে গুনধর স্বামীকে পুলিশ আটক করে থানায় নিয়ে যায় এবং পরে তাকে গ্রেপ্তার করে পুলিশ। এলাকার প্রতিবেশি ভজন্তি কাউয়া অভিযোগ করে বলেন,” জেরকি ওরাঁও আমাদের বাড়ির সামনে আমার শাশুড়ির সঙ্গে মুড়িভাজা নিয়ে কথা বলছিল। এমন সময় নগেন ওরাঁও বাঁশ নিয়ে এসে তাঁর স্ত্রীকে মারতে শুরু করে।সঙ্গে সঙ্গে জেরকি মাটিতে লুটিয়ে পড়ে।এই ঘটনায় আমরা আতঙ্কিত। স্ত্রীকে যেভাবে পিটিয়ে মারল তাঁর শাস্তি চাই।”
আরেক প্রতিবেশি কৃষ্ণ বাখলা অভিযোগ করে বলেন,”নগেন ওরাঁও এদিন সকালে বড় থেকে মাংস কিনে এনে স্ত্রীকে রান্না করতে বলে বাড়ি থেকে বেরিয়ে যান।কিছুক্ষণ পর বাড়ি ফিরে এসে দেখেন স্ত্রী মাংস রান্না করেনি এবং বাড়িতেও নেই। এরপর স্ত্রীকে খুঁজতে বেরিয়ে দেখতে পায় পাড়ার একটি বাড়ির অন্য এক মহিলার সঙ্গে কথা বলছে। স্ত্রীকে দেখা মাত্র বাঁশ দিয়ে পিটিয়ে তাকে মেরে ফেলে। আমরা নগেনের শাস্তি চাই।
মৃত গৃহবধুর এক আত্মীয় তার স্বামীর ফাঁসির দাবি জানিয়েছেন।”
তপন থানার আইসি জনমারি ভিয়ান্নে লেপচা বলেন,স্ত্রীকে পিটিয়ে মারার অভিযোগে স্বামীকে আটক করার পরে তাকে গ্রেফতার করা হয়েছে।ঘটনার তদন্ত চলছে। এমন ঘটনায় ব্যাপক শোরগোল পড়েছে এলাকায়জুড়ে।