বাবার বন্ধুর হাতে ধর্ষনের শিকার ১৪বছরের নাবালিকা,চাঞ্চল্য এলাকায়।ফের একবার এক শিলিগুড়ির বুকে ঘটে গেলো ধর্ষনের মতো ন্যাক্কারজনক ঘটনা।এনজেপি রেলস্টেশন সংলগ্ন রেলইয়ার্ডে ঘটে গেল এই ঘটনা।অভিযোগ,১৪বছরের এক নাবালিকাকে ধর্শন করে নয়ন বর্মন নামক এক ব্যক্তি,যার বাড়ি ফুলবাড়ি ২এর হাতিয়াডাঙ্গা এলাকায়।সূত্র অনুযায়ী জানা যায়,সোমবার দুপুরে এনজেপি তে নিজের বাড়িতে একাই ছিল উক্ত নাবালিকা।নাবালিকার মা পরিচারিকার কাজ করেন।তিনি সারাদিন বাড়িতে থাকেন না।সেই সুযোগকেই কাজে লাগিয়ে সোমবার দুপুরে অভিযুক্ত নয়ন বর্মন নাবালিকার বাড়িতে ঢুকে নাবালিকাকে বলে তার মায়ের কাছে নিয়ে যাবে তাকে।তবে নাবালিকা নয়ন বর্মনর কথায় রাজি না হলে নয়ন বর্মন জোর করে নাবালিকাকে তার টোটো তে উঠিয়ে নেয়।অভিযোগ,এরপর অভিযুক্ত নাবালিকাকে ফুঁসলিয়ে নিয়ে গিয়ে ডিএস কলোনি রেল ইয়ার্ডের একটি ফাঁকা রেলবগিতে গামছা দিয়ে হাতমুখ বেঁধে আটকে রাখে এবং তার উপর শারীরিক নির্যাতন সহ ধর্ষণের মতন জঘন্য কর্মকান্ড চালায়।সেই অবস্থাতেই অভিযুক্ত নাবালিকাকে সেখানে ফেলে পালিয়ে যায় এবং নাবালিকাকে হুমকি দেয় এই ঘটনা কাউকে জানালে প্রাণে মেরে ফেলবে।সূত্র মারফত জানা যায়,অভিযুক্ত নয়ন বর্মন নাবালিকার বাবার বন্ধু।দুই পরিবারের নিয়মিত যাতায়াতও ছিল দুই বাড়িতেই।সেই সূযোগকেই কাজে লাগিয়েই এই কাণ্ড ঘটায় অভিযুক্ত।এরপর কোন রকমে যন্ত্রণায় কাতরাতে কাতরাতে নাবালিকা সেখান থেকে বেরিয়ে তার বাড়ির দিকে যেতে থাকে।এরমধ্যেই নাবালিকার মা বাড়িতে এসে নাবালিকাকে খুঁজে না পেয়ে চারিদিকে খোঁজাখুঁজি শুরু করে।নাবালিকার মা তাকে খুঁজতে খুঁজতে দেখে যে,মাঝ রাস্তায় দাঁড়িয়ে কান্নাকাটি করছে মেয়ে।এরপরে নাবালিকা তার মাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে।এরপরেই নাবালিকার পরিবারের তরফে এনজেপি GRP থানায় অভিযোগ দায়ের করা হয়।স্থানীয়দের মধ্যে এই ঘটনার পর ক্ষোভ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।শিশু ও কিশোরীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলছেন অভিভাবকরা।রেলইয়ার্ডের মত দুর্গম এলাকায় পর্যাপ্ত নজরদারি না থাকার বিষয়েও উঠেছে অভিযোগ।প্রশাসনের তরফে জানানো হয়েছে,রেল এলাকা ও সংলগ্ন অঞ্চলে নজরদারি আরও বাড়ানো হবে এবং দোষীর বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।এই ঘটনার ন্যায়বিচার নিশ্চিত করতে প্রশাসনের সক্রিয় ভূমিকাও প্রত্যাশা করছেন এলাকাবাসী।